এক্সপ্লোর
সিবলের আর্জি খারিজ, অযোধ্যা আবেদনের শুনানি ৮ ফেব্রুয়ারি, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কে ২০১০ সালের এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন পক্ষের পেশ করা দায়রা আবেদনের শুনানির দিন পিছিয়ে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি ধার্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস এ নাজিবকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ সব পক্ষের আইনজীবীদের নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র অনুবাদ করে যাতে শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে ক্রমানুসারে সাজিয়ে পেশ করা হয়, তা সুনিশ্চিত করতে বলেছে। এতে কোনও সমস্যা হলে তাঁদের রেজিস্ট্রির সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে। এদিন মামলার একটি পক্ষ, সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী কপিল সিবলের বক্তব্য জানান, মন্দির-মসজিদ মামলায় বিতর্কিত জমির মালিকানা সংক্রান্ত বেশ কিছু সাক্ষী, নথি পেশ করা হয়নি আদালত। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি শুনানি ২০১৯ এর লোকসভা ভোট পর্যন্ত পিছনোর আবেদন করেন। তাঁর বক্তব্য, এখন যা পরিস্থিতি, তাতে মামলার শুনানি করে আদালত যে রায়-ই দিক, তার ব্যাপক রাজনৈতিক, সামাজিক প্রতিক্রিয়া হতে পারে। তাই লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর শুনানি হোক। কিন্তু তাঁর আবেদন নাকচ করে দেয় বেঞ্চ। তবে উত্তরপ্রদেশ সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতাও সিবলের বক্তব্যের বিরোধিতা করেন। বক্তব্য, আবেদন পেশ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, একথা খারিজ করে তিনি বলেন, সব প্রক্রিয়া মানা হয়েছে, শুনানি হতেই পারে। প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত জমিটি ২:১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লালার মধ্যে ভাগ করে দিতে বলে। সেই নির্দেশের বিরুদ্ধে মোট ১৩টি আবেদন পেশ হয়। তারই শুনানি চালাতে সর্বোচ্চ আদালতের বিশেষ আদালত গঠন করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















