এক্সপ্লোর
৫ বছরের শিশু পড়ুয়ার যৌন নিগ্রহ, গ্রেফতার প্রধান শিক্ষক

কারাইকাল(পুদুচেরি): ৫ বছরের এক শিশু পড়ুয়ার যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার বেসরকারি স্কুলের ৪২ বছর বয়সী প্রধান শিক্ষক। ওই শিশুকন্যার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুদুচেরির সেথুর গ্রামের ওই স্কুলের প্রধান শিক্ষককে গতকাল গ্রেফতার করে পুলিশ। গত ১৮ আগস্ট সন্ধেয় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে ওই কিন্ডারগার্টেন পড়ুয়া। বাবা-মা তাকে জিজ্ঞাসা করে প্রধান শিক্ষকের কুকীর্তির কথা জানতে পারেন। পরের দিনই তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেন। স্কুলের প্রশাসন অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনায় স্কুলের প্রশাসকদের জড়িত থাকার অভিযোগ তুলে নির্যাতিত শিশু পড়ুয়ার বাবা-মা ও স্থানীয় বাসিন্দারা গতকাল রাতে পথ অবরোধ করেন। পুলিশের পদস্থ কর্তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















