চ্যানেলকে বেরিয়ে যেতে নির্দেশ, প্রতিবাদে মেবানীর সম্মেলন বয়কট সাংবাদিকদের
চেন্নাই: একটি বৈদ্যুতিন চ্যানেলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলার প্রতিবাদে গুজরাতের দলিত নেতা তথা বিধায়ক জিগনেশ মেবানীর সাংবাদিক সম্মেলন বয়কট করলেন উপস্থিত বাকি গণমাধ্যমের প্রতিনিধিরা।
ছাত্র ও শিক্ষাবিদদের সঙ্গে বন্ধ ঘরে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করতে আসেন মেবানী। সেখানে উপস্থিত বৈদ্যুতিনমাধ্যমের সাংবাদিকরা তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য টেবিলের ওপর মাইক্রোফোনের বুমগুলি রাখছিলেন।
এমন সময় একটি ইংরেজি চ্যানেলের প্রতিনিধিকে বুম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মেবানী। তিনি জানিয়ে দেন, ওই সংবাদমাধ্যমের সামনে তিনি কিছুই বলবেন না। এটা তাঁর নীতি।
ওই সাংবাদিক মেবানীকে অনুরোধ করেন, তিনি তো স্রেফ সাধারণ ‘বাইট’ চান। একান্ত সাক্ষাতকার নয়। কিন্তু, তাতেও, মেবানী রাজি হননি। জানিয়ে দেন, তিনি ওই বিশেষ সংবাদমাধ্যমের উপস্থিতিতে কিছুই বলবেন না।
ওই সংবাদমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। সেখানে মেবানীকে বলতে দেখা যায়, ওই চ্যানেলের থেকে কোনও প্রশ্ন আসলে, তিনি কথা বলাই বন্ধ করে দেবেন। মাইক সরিয়ে নিন।
এরপরই, সেখানে উপস্থিত আরেকটি চ্যানেলের প্রতিনিধি মেবানীকে সাফ মনে করিয়ে দেন, তিনি এই দাবি করতে পারেন না। আপনি যদি কথা বলতে না চান, সেটা আপনার ব্যাপার। ধন্যবাদ।
এই বলে, উপস্থিত সাংবাদিকরা ওই সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেন।