এক্সপ্লোর
এবার ড্রাম, লাউডস্পিকার বাজিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ ঝোলাবে সেবি
নয়াদিল্লি: ইতিহাসে দেখা যেত, প্রজাদের উদ্দেশ্যে রাজা কোনও বার্তা পাঠাতে চাইলে, জনবহুল জায়গায় দাঁড়িয়ে রাজার কর্মীরা জোর গলায় সেই বার্তা পাঠ করতেন। তার আগে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বাজানো হত দামামা। এবার একই পন্থা অবলম্বন করতে চলেছে সেবি, তবে ভিন্ন লক্ষ্যে। জানা গিয়েছে, যেসব সংস্থা জনগণের থেকে নেওয়া টাকা সময় মতো ফেরত দিতে পারবে না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সময় বাড়ি বা দফতরের সামনে গিয়ে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করার জন্য ড্রামবাদক ও লাউডস্পিকার ব্যবহার করে সেই নোটিশ পড়ে শোনাবেন সেবি-র লোকজন। এর জন্য থার্ড পার্টি রিকভারি এজেন্সিকে নিয়োগ করার পরিকল্পনা করেছে সেবি। ওই সংস্থার কাজ হবে জারি হওয়া সমন অভিযুক্তের বাড়ি/দফতরে গিয়ে পৌঁছে দেওয়া, সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি হওয়ার খবর পৌঁছে দেওয়া। জানা গিয়েছে, সমন পাঠানোর সময় অভিযুক্ত যদি উপস্থিত থাকেন, তাহলে তাঁর হাতেই সমন তুলে দেওয়া হবে। কিন্তু, সম্পত্তি বাজেয়াপ্ত করা বা সম্পত্তি বিক্রি করার নোটিশ হলে স্থানীয়দের জানাতে হবে। আর তা করতেই এমনই অভিনব পন্থা নেবে ওই সংস্থাগুলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট






















