এক্সপ্লোর
টিভিএফের সিইও অরুণাভ কুমারের বিরুদ্ধে আরও একটি যৌন নিগ্রহের অভিযোগ

মুম্বই: ওয়েব এন্টারটেনমেন্ট ফার্ম দ্য ভাইরাল ফিভার বা টিভিএফের সিইও অরুণাভ কুমারের বিরুদ্ধে আরও একটি যৌন নিগ্রহের অভিযোগ দায়ের হল। টিভিএফের এক প্রাক্তন কর্মী কুমারের বিরুদ্ধে গতকাল সন্ধেয় ভারসোভা পুলিশ স্টেশনে দায়ের করেছেন এই অভিযোগ। এর আগে গতকালই আন্ধেরি পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের আরও একটি অভিযোগ দায়ের হয়। এ মাসের শুরুতে নাম প্রকাশ না করে এক মহিলা তাঁর ব্লগে অরুণাভ কুমারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। তাঁর বক্তব্য, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি ওই সংস্থায় কর্মরত ছিলেন, তখন কুমার নিগ্রহ করেছেন তাঁকে। এরপরই প্যান্ডোরার বাক্সের ঢাকনা খুলে যাওয়ার মত কুমারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। আইআইটি-র প্রাক্তনী অরুণাভ কুমার ২০১১ সালে প্রতিষ্ঠা করেন টিভিএফ। যদিও তাঁর সংস্থা অস্বীকার করেছে যাবতীয় অভিযোগ। তারা উল্টে জানিয়েছে, ওই ব্লগের লেখিকার পরিচয় জানতে সবরকম চেষ্টা চালাবে তারা, এমন ‘মিথ্যে’ অভিযোগ করার জন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে নিখোঁজ হয়েছেন অরুণাভ কুমার। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাঁকে খুঁজছে তারা। কিন্তু এখনও অরুণাভের কোনও হদিশ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















