এক্সপ্লোর
মুম্বইয়ে জলে নামল স্করপিন ক্লাসের দ্বিতীয় সাবমেরিন

মুম্বই: মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে আজ জলে নামল স্করপিন ক্লাসের দ্বিতীয় সাবমেরিন আইএনএস খান্দেরি। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সাবমেরিনের বিভিন্ন পরীক্ষা ও মহড়া চালানো হবে। এরপরই তা নৌবাহিনীতে অন্তর্ভূক্ত হবে। এই বিশেষ সাবমেরিনের গোপনীয়তা রক্ষা করে কাজ চালানোর ক্ষমতা রয়েছে এবং সুনির্দেশিত অস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের ওপর চরম আঘাত হানতে পারে এই ডুবোজাহাজ। টর্পেডো, সেই সঙ্গে টিউব লঞ্চড অ্যান্টি-শিপ মিসাইলের সাহায্যে শত্রুপক্ষের ওপর জলের তলা বা ওপর থেকে আক্রমণ শানাতে পারে এই সাবমেরিন। শত্রুপক্ষের রাডার এড়িয়ে সঙ্গোপনে কাজ করার ক্ষমতার জন্য আইএনএল খান্দেরি অন্যান্য সাবমেরিনের তুলনায় অনেক বেশি দুর্ভেদ্য ও অতুলনীয়। যে কোনও পরিস্থিতিতে সমান দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে সক্ষম এই সাবমেরিন। অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন বিছানো এবং এলাকায় নজরদারি চালানোর মতো বিভিন্ন ধরনের কাজও করতে পারে এই সাবমেরিন। মরাঠা বাহিনীর দ্বীপদূর্গের অনুকরণে সাবমেরিনের নামকরণ করা হয়েছে খান্দেরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















