এক্সপ্লোর
Advertisement
খরা কবলিত লাতুরে ফের পৌঁছল জলের বিশেষ ট্রেন
মুম্বই: মহারাষ্ট্রের খরা কবলিত লাতুরে পৌঁছলে বিশেষ জলের ট্রেন। বুধবার রাতে এই ট্রেন পৌঁছয়। এই ট্রেনে রয়েছে পাঁচ লক্ষ লিটার জল। উল্লেখ্য, মরাঠাওয়াড়া অঞ্চলের এই এলাকায় তীব্র খরা চলছে।
১০ ওয়াগন ভর্তি জল নিয়ে মহারাষ্ট্রের পশ্চিমে সাঙ্গলি জেলার মিরাজ থেকে ওই বিশেষ ট্রেন গতকাল সকাল রওনা দিয়েছিল। প্রত্যেক ওয়াগনে ৫০ হাজার লিটার জল। মধ্য রেলের মুখ্য মুখপাত্র নরেন্দ্র পাটিল এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল প্রথম জলের বিশেষ ট্রেন লাতুরে পৌঁছেছিল।
জেলা প্রশাসন ওই জল মজুত করার জন্য লাতুর স্টেশনের কাছেই একটি বড় কূপ খনন করেছে। সেখান থেকেই লাতুর শহরে জল সরবরাহ করা হচ্ছে।
এরপর আরও জলের বিশেষ ট্রেন লাতুরে নিয়ে যাওয়া হবে। এ জন্য রেল মন্ত্রক মিরাজের কোটা ওয়ার্কশপে ৫০ টি ট্যাঙ্ক ওয়াগনের দুটি মালগাড়ি বরাদ্দ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement