এক্সপ্লোর
Advertisement
সর্বনাশা সেলফি!ভারসাম্য হারিয়ে গঙ্গায় তরুণ, বাঁচাতে গিয়ে তলিয়ে গেল ছয় সঙ্গীও
কানপুর: সর্বনাশা সেলফি! নিজস্বী তুলতে গিয়ে ফের মৃত্যু। সেলফি তুলতে গিয়ে বিপত্তি এবার কানপুরে। গঙ্গায় ডুবে গেল সাত তরুণ। একে অপরকে বাঁচাতে গিয়ে তারা জলে তলিয়ে গেল বলে পুলিশ জানিয়েছে। উত্তরপ্রদেশের কানপুর জেলা পুলিশের এসএসপি শলাভ মাথুর জানিয়েছেন, বৃষ্টির পর গঙ্গায় সঙ্গীদের নিয়ে স্নান করতে গিয়েছিল কর্নেলগঞ্জ এলাকার শিবম। সঙ্গীরা সবাই জুহি এলাকার বাসিন্দা। স্নানের সময় সেলফি তুলছিল শিবম। হঠাত্ করেই ভারসাম্য হারিয়ে জলে ভেসে যেতে থাকে সে। বৃষ্টির ফলে তখন গঙ্গায় জলস্তর বেড়ে গিয়েছে। শিবমকে বাঁচাতে গিয়ে ভেসে যায় মকসুদও। এরপর বাকিরাও জলে ঝাঁপিয়ে পড়ে দুই সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু একে একে সবাই তলিয়ে যায় গঙ্গায়।
ওই তরুণদের উদ্ধারের জন্য ডুবুরি নামানো হয়। দুই ঘন্টা পর তাদের দেহ উদ্ধার করা হয়।হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন এসপি (পশ্চিম) সচীন্দ্র পটেল।
মৃতরা হল সচিন গুপ্তা (২১), ভোলু তিওয়ারি (২০), রোহিত (২০), শিবম (১৯), মকসুদ (৩১), ভোলা (১৬) এবং সত্যম (২৪)।
এসএসপি জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে মুম্বইতে বান্দ্রা ফোর্টের কাছে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে যায় তিন তরুণী। তাদের বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন স্থানীয় এক তরুণ। কিন্তু তাঁরও মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
অটো
Advertisement