এক্সপ্লোর
আরবিআই রেপো রেটে ছাড় সত্ত্বেও পতন শেয়ার বাজারে, বাজার খোয়াল ৫৫৪ পয়েন্ট
দেশীয় কর্মকাণ্ডের স্লথ গতি ও বিশ্বব্যাপী বাণিজ্য-লড়াই বেড়ে যাওয়ায় বর্তমান অর্থবর্ষের অর্থনৈতিক বৃদ্ধির হার কমিয়ে ৭ শতাংশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই পূর্বাভাসের প্রভাবই পড়েছে শেয়ার বাজারে।

মুম্বই: আরবিআই-এর রেপো রেট কমানোর ঘোষণা সত্ত্বেও মন্দা শেয়ার বাজারে। বৃহস্পতিবার, সাড়ে পাঁচশোর বেশি নীচে নেমে বন্ধ হয় মুম্বই শেয়ার বাজারের সূচক। একইভাবে, পতন হয়েছে নিফটি-রও। এদিন সকালে রেপো রেট ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, আর্থিক নীতির মান ‘নিরপেক্ষ’ থেকে উত্তীর্ণ করে ‘সহায়ক’-ও করে। তবে, অন্যদিকে, দেশীয় কর্মকাণ্ডের স্লথ গতি ও বিশ্বব্যাপী বাণিজ্য-লড়াই বেড়ে যাওয়ায় বর্তমান অর্থবর্ষের অর্থনৈতিক বৃদ্ধির হার কমিয়ে ৭ শতাংশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই পূর্বাভাসের প্রভাবই পড়েছে শেয়ার বাজারে। এদিন ৫৫৪ পয়েন্ট নেমে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বন্ধ হয় ৩৯,৫২৯.৭২ পয়েন্টে। শতাংশের বিচারে পতনের হার ১.৩৮। একইভাবে, ১৭৮ পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি এদিন বন্ধ হয় ১১,৮৪৩.৭৫ পয়েন্ট। শতাংশের বিচারে পতনের হার ১.৪৮।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















