এক্সপ্লোর
Advertisement
ওয়াল স্ট্রিটে পতনের জের, ভারতের শেয়ার বাজারে ধস
মুম্বই: ২০১১ সালের পর মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে রেকর্ড পতনের ধাক্কা এসে পড়ল এশিয়ার শেয়ার বাজারেও। রেকর্ড পতন দেখা গেল ভারতের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি।শেষ দিকে অবশ্য কিছুটা সামাল দেয় শেয়ার বাজার।
মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে রেকর্ড পতন হয় সেনসেক্স-নিফটিতে। বাজার খুলতেই সেনসেক্স ১,২৭৫ (৩.৬ শতাংশ) পয়েন্ট পড়ে ৩৪ হাজারের নীচে চলে যায়। একইভাবে, নিফটি ৩৯০ পয়েন্ট পড়ে যায়। এতটাই ধাক্কা খায় বাজার যে, কয়েক সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের প্রায় ৫,৪০,০০০ কোটি টাকার ক্ষতি হয়ে যায়।
কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেডিং। ফের চালু হতে অব্যাহত থাকে পতন। প্রায় ৩০০ পয়েন্ট পড়ে সেনসেক্স। তবে, এই শেষের দিকে, লগ্নিকারীরা শেয়ার কেনায় কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার। শেষ পর্যন্ত, ৫৬১ পয়েন্ট নীচে ৩৪,১৯৬ পয়েন্টে থামে সেনসেক্স। পতনের হার ১.৬১ শতাংশ। একইভাবে, নিফটিও কিছুটা ঘুরে দাঁড়িয়ে ১৬৮ পয়েন্ট খুইয়ে শেষ হয় ১০,৪৯৮ পয়েন্টে। পতনের হার ১.৫৮ শতাংশ।
মার্কিন সূচকের পড়ে যাওয়ার ফলেই এদিন ভারতের বাজারে পতন হয়েছে বলে ব্যাখ্যা করে বিশেষজ্ঞ মহল। সোমবারই, ওয়াল স্ট্রিট ও ডাও জোনসে রেকর্ড পতন হয়েছে। ফগত ২ দিনে ডাও জোনস পড়েছে ২২০০ পয়েন্ট। লে, এই পতন প্রত্যাশিত ছিলই বলে জানিয়েছেন তারা।
বাজার বিশেষজ্ঞরা জানান, এদিন দিনের শেষে ২.৭২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত ৬ দিনের হিসেব ধরলে ক্ষতির পরিমাণ ১০ লক্ষ কোটি টাকার বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement