এক্সপ্লোর
Advertisement
ডেবিট কার্ডে লেনদেন ফের সার্ভিস চার্জ, ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত
নয়াদিল্লি: বাড়ি-গাড়ির ঋণগ্রহীতাদের জন্য খুশির খবর নিয়ে এসেছিল বছরের প্রথম দিন! কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না! নববর্ষের দ্বিতীয় দিনেই, মোদি সরকারের অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত থাকছে।
অর্থাত, ক’দিন আগে কমে যা হয়েছিল, আগামী মার্চ পর্যন্ত সে রকমই সুদ পাবেন গ্রাহকরা।
মার্চ পর্যন্ত পাবলিক প্রভিডেন্ড ফান্ডে বা পিপিএফে মিলবে ৮ দশমিক এক শতাংশ সুদ।
কিষাণ বিকাশ পত্রে ৭.৭ শতাংশ।
৮.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে।
প্রবীণদের সঞ্চয় প্রকল্পে মিলবে ৮.৫ শতাংশ হারে সুদ।
৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে সেভিংস অ্যাকাউন্টে।
বাড়তি চিন্তা প্লাস্টিক মানিতেও! ছাড়ের মেয়াদ শেষ হওয়ায়, নতুন বছরের প্রথম দিনই থেকেই ডেবিট কার্ডে লেনদেনে বসেছে সার্ভিস চার্জ।
১০০০ টাকার ওপর কেনাকাটায় দিতে হবে ০.২৫ শতাংশ কর অর্থাৎ আড়াই টাকা সার্ভিস চার্জ।
১০০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত কেনাকাটায় ০.৫ শতাংশ অর্থাৎ সার্ভিস চার্জ লাগবে ১০ টাকা।
২০০০ টাকার উপরে কেনাকাটা করলে ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ ২৫০০ টাকা দিয়ে কিছু কিনলে আপনাকে সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে ২৫ টাকা।
৩১ মার্চ পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম।
অস্বস্তির বোঝার মধ্যেও অবশ্য কিছুটা আশার আলো জাগিয়েছে একাধিক ব্যাঙ্ক।
রবিবার, গাড়ি ও বাড়ির ঋণে সুদের হার ০ দশমিক ৯ শতাংশ কমানোর কথা ঘোষণা করে এসবিআই। একই রাস্তায় হেঁটে পিএনবি সুদ কমিয়েছে ০ দশমিক ০৭ শতাংশ। ০ দশমিক ৬৫ শতাংশ সুদ কমানোর কথা ঘোষণা করেছে ইউবিআই।
২০০৮ সালের পর এই পরিমাণ সুদ কখনও কমায়নি এসবিআই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement