এক্সপ্লোর
ছত্তীসগঢ়ে বন্ধ্যাত্বকরণ অস্ত্রোপচার করে অসুস্থ সাত মহিলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিলাসপুর: ছত্তীসগঢ়ের বিলাসপুর জেলায় সরকারি শিবিরে বন্ধ্যাত্বকরণ অস্ত্রোপচার করে অসুস্থ হয়ে পড়লেন অন্তত সাত জন মহিলা। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিংহ। বিলাসপুরের মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক বিবি বোড়ে জানিয়েছেন, মাস্তুরি উন্নয়ন ব্লকের কোনি ও লাভার গ্রামে এ মাসের ২ ও ৫ তারিখ ১১ জন মহিলার বন্ধ্যাত্বকরণ অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের চার দিন পরে সাত জন মহিলা অসুস্থ হয়ে পড়েন। মাস্তুরি স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। রজনী (২৭), পুষ্পা (২৮) ও যশোদা নামে তিন জন মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গতকাল চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়া মহিলাদের বাড়িতে গিয়ে তাঁদের দেখে আসেন। শারীরিক পরীক্ষার জন্য ৬ জন মহিলাকে বিলাসপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোদার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ফের অস্ত্রোপচার করা হয়। তবে তিনি এখন বিপদমুক্ত। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০১৪ সালের নভেম্বরে বিলাসপুরেই সরকারি পরিবার পরিকল্পনা শিবিরে বন্ধ্যাত্বকরণ অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হয় ১৩ জন মহিলার। এবার তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















