এক্সপ্লোর
কাশ্মীরে বিজেপি যুবমোর্চা নেতার ঘাতকরা রেহাই পাবে না, 'আশ্বাস' দিয়েছেন রিজিজু

নয়াদিল্লি: কাশ্মীরের সোপিয়ানের বিজেপির যুবশাখা ভারতীয় জনতা যুবমোর্চার জেলা সভাপতি গওহর আহমেদের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবমোর্চার সর্বভারতীয় প্রধান পুনম মহাজন তাঁর সঙ্গে এ ব্যাপারে দেখা করলে তাঁকে এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক বিবৃতিতে যুব মোর্চা গওহরের হত্যাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে বলেছে, কাশ্মীরী যুবকদের ঘৃণা, সন্ত্রাসের বদলে উন্নয়ন, সমৃদ্ধির পথ বেছে নেওয়া থেকে ঠেকাতে পারবে না সন্ত্রাসবাদীরা। গত ২ নভেম্বর দক্ষিণ কাশ্মীরের কিলুরা এলাকায় গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায় সোপিয়ানের বোনগামের বাসিন্দা গওহরকে। তাঁর ঘাতকরা রেহাই পাবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহাজনকে আশ্বস্ত করেছেন, জানানো হয়েছে যুব মোর্চার বিবৃতিতে। বলা হয়েছে, মহাজন গওহরের পরিবারের সঙ্গে কথা বলে বিজেপি ও যুবশাখার পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন। রাজ্যে যুবমোর্চা নেতা, কর্মীদের নিরাপত্তার ব্যাপারেও মহাজনকে আশ্বাস দিয়েছেন রিজিজু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















