এক্সপ্লোর
Advertisement
মেয়ের সম্মানের চেয়েও দামী ভোটের অধিকার, শরদের মন্তব্যে বিতর্ক, নোটিস দিয়ে জবাব চাইল জাতীয় মহিলা কমিশন
নয়াদিল্লি: ফের মহিলাদের উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য করে বিতর্কে জনতা দল ইউনাইটেডের রাজ্যসভার সদস্য শরদ যাদব। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিকবার বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার এক সভায় এই রাজনীতিবিদ বলেন, নিজের ভোট নিজে দেওয়ার অধিকার, আপনার ঘরের মা-বোনের সম্মানের চেয়েও অনেক দামী।
#WATCH: Senior JDU leader Sharad Yadav says "Beti ki izzat se vote ki izzat badi hai" in Patna (Jan 24th) pic.twitter.com/kvDxZpO2iZ
— ANI (@ANI_news) January 25, 2017
Beti ki izat jaygi to gaon&mohalle ki izzat jayegi,vote 1 baar bik gya to desh ki izzat, aur aane wala sapna poora nhi ho skta:Sharad Yadav pic.twitter.com/NUPZi9F6Vg
— ANI (@ANI_news) January 25, 2017
তিনি এও বলেন, একটি মেয়ের সম্মান যদি নষ্ট হয়, সেটা তাঁর পরিবার, প্রতিবেশী এবং গ্রামের লজ্জা। কিন্তু কারও ভোট বিক্রি হয়ে গেলে দেশের সম্মান নষ্ট হয় । ধাক্কা খায় ভবিষ্যতের সব স্বপ্ন। তাই তাঁর বার্তা, নিজের মেয়ের সম্মান নষ্ট হলেও ভোটাধিকার কোনওভাবেই নষ্ট হতে দেবেন না।
প্রত্যাশিত ভাবেই বিতর্কের ঝড় উঠেছে। শরদকে নোটিস দিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব করেছে জাতীয় মহিলা কমিশন। নোটিসে বলা হয়েছে, আপনার ওই আক্রমণাত্মক, আপত্তিকর মন্তব্যের গুরুত্ব মাথায় রেখে আপনাকে এই নোটিস প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে অনুরোধ করা হল। না মানলে কমিশনের সামনে হাজির হতে হবে আপনাকে। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষজনের এহেন আপত্তিকর, নারীবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা করে কমিশন। মহিলাদের প্রতি চরম অসম্মান ফুটে ওঠে এ ধরনের মন্তব্যে।
কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে অপমান করার অভিযোগ উঠেছিল শরদের বিরুদ্ধে। রাজ্যসভায় বিমা বিল নিয়ে বিতর্কে দক্ষিণ ভারতীয় মহিলাদের গায়ের রং নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি। বলেছিলেন, দক্ষিণ ভারতের ভগবান রবি শঙ্কর প্রসাদের মতো কালো, কিন্তু বিয়ের বিজ্ঞাপনে সেখানকার লোকেরা ফর্সা পাত্রী খোঁজেন । অথচ বিমা বিলের সঙ্গে এই মন্তব্যের কার্যত কোনও সম্পর্কই নেই। এ ধরনের মন্তব্য করতে তাঁকে বারণ করেন স্মৃতি। তখন তিনি স্মৃতিকে পাল্টা বলেন, ‘একজন মহিলা হয়ে আপনি আমাকে থামিয়ে কথা বলছেন কোন সাহসে, আপনি কী, সেটা আমার জানা আছে’!
তবে এদিনের মন্তব্যে সমালোচনার ঝড় উঠলে চাপের মুখে আগের মন্তব্য ফিরিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ভোটাধিকার এবং নিজের মেয়ের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালবাসার দাম একই হওয়া উচিৎ।
Vote aur beti ke prati prem aur mohabbat ek si honi chahiye: Sharad Yadav, JD (U) on his earlier statement pic.twitter.com/MgiQDl5xgh
— ANI (@ANI_news) January 25, 2017মেয়ের সম্মানের চেয়েও অনেক
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement