এক্সপ্লোর
ভারতে মুসলমানের তুলনায় গরুদের নিরাপত্তা বেশি, ফের বিতর্কিত মন্তব্য শশী থারুরের

নয়াদিল্লি: ফের বিতর্ক উসকে দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। টুইট করে তিনি দাবি করেছেন, দেশের বেশ কিছু জায়গায় মুসলমানদের থেকে গরু বেশি নিরাপদ। অল্পদিন আগে রাজস্থানের আলওয়ারে গরু চোর সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। টুইটারে শশী বলেছেন, বিজেপির মন্ত্রীদের সাম্প্রদায়িক হিংসা কমেছে বলে যে দাবি করেছেন, তা তথ্যভিত্তিক নয়। এমন মনে হচ্ছে, যে বেশ কিছু জায়গায় মুসলমানদের থেকে গরুদের নিরাপত্তা বেশি। এর আগে শশী ২০১৯-এ বিজেপি ফের ক্ষমতায় এলে ভারত হিন্দু পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেন। তা নিয়ে তুমুল বিতর্ক হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















