এক্সপ্লোর
Advertisement
কল্পনা ও সুনীতার পর তৃতীয় ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে পাড়ি জমাবেন শাওনা পান্ড্য
নয়াদিল্লি: কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশে পাড়ি দিতে চলেছেন। তিনি হলেন শাওনা পান্ড্য। পেশায় চিকিত্সক শাওনা বর্তমানে কানাডার অ্যালবার্টা ইউনিভার্সিটি হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান। এখন তিনি মহাকাশ অভিযানের জন্য নভশ্চর হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।
কানাডার সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনট (সিএসএ) প্রোগ্রামে ৩,২০০ জনকে বাছাই করা হয়েছিল। তাঁদের মধ্যে মাত্র দুজন মহাকাশে পাড়ি দেওয়ার সুযোগ পেয়েছেন। চূড়ান্ত বাছাই এই দুই জনের একজন শাওনা। ২০১৮ সালে আরও ৮ জন মহাকাশচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন তিনি।
শাওনার বাবা-মা মুম্বইয়ের বাসিন্দা। তাঁরা কানাডাতেই থাকেন। তবে বর্তমানে তাঁরা মুম্বইতে এসেছেন। অ্যালবার্টা ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন শাওনা। এরপর তিনি ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি থেকে মহাকাশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও মেডিসিনেও এমডি করেছেন শাওনা।ইংরেজি ছাড়াও ফরাসি ও হিন্দি ভাষাতেও সাবলীল তিনি।
মহাকাশ অভিযান সম্পর্কে ৩২ বছরের শাওনা বলেছেন, বায়ো-মেডিসিন ও মেডিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করবেন তাঁরা। যে মিশনে তিনি যাচ্ছেন তার নাম পোলার সাবঅর্বিটাল সায়েন্স ইন আপার মেসোস্ফিয়ার। এর লক্ষ্য জয়বায়ূ পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement