এক্সপ্লোর
শিনা হত্যাকাণ্ডে রাজসাক্ষী হওয়ার আবেদন ইন্দ্রাণীর গাড়ি চালকের
মুম্বই: শিনা বরা হত্যাকাণ্ডে নয়া মোড়। মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রাক্তন গাড়ি চালক শ্যামবর রাই এই মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন জানালেন। তাঁর দাবি, তিনি শিনার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছিলেন। এবার তিনি সত্যিটা প্রকাশ করতে চান। গত সপ্তাহে আদালতে চিঠি দিয়ে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান শ্যামবর। এরপর আজ বিচারপতি তাঁকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকেন। শ্যামবর বলেন, তিনি নিজেই চিঠি লিখেছিলেন। কোনওরকম চাপে নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তিনি সব কিছু ফাঁস করতে চাইছেন। শিনা হত্যার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। তিনিও ফাঁস লাগিয়েছিলেন। শ্যামবরের এই সাক্ষ্যের পর আদালত তাঁর রাজসাক্ষী হওয়ার বিষয়ে সিবিআই-কে ১৭ মে-র মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানির দিন শ্যামবরকে আদালতে হাজির করানোর জন্য ঠানের জেল সুপার এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। এদিনের শুনানির সময় ইন্দ্রাণী, তাঁর বর্তমান স্বামী পিটার মুখোপাধ্যায় এবং প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না আদালতে হাজির ছিলেন। ইন্দ্রাণীর আইনজীবী কোনও মন্তব্য না করলেও পিটার ও সঞ্জীবের আইনজীবীর দাবি, শ্যামবর রাজসাক্ষী হলেও এই মামলায় কোনও প্রভাব পড়বে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















