(Source: Poll of Polls)
তিন তালাক ইস্যু: সতীদাহের মতো কঠোর আইনের সওয়াল শিয়া বোর্ডের
লখনউ: দেশে যেমন সতীদাহ প্রথার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে, তেমনই একটা আইন তিন তালাকের বিরুদ্ধেও তৈরি করা হোক। উত্তরপ্রদেশ সরকারকে এমনই প্রস্তাব দিল অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড (এআইএসপিএলবি)।
গতকালই মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছিল, যারা শরিয়া কারণ না মেনে স্ত্রীকে তালাক দেবে, তারা সামাজিক বয়কটের সম্মুখীন হবে। এই মর্মে তারা একটি আচরণবিধিও চালু করার কথা ঘোষণা করে।
সোমবার সংগঠনের মুখপাত্র মৌলানা ইয়াসুব আব্বাস জানান, যারা (স্ত্রীকে) তালাক দিচ্ছে, তাদের সামাজিক বয়কট করলেই মহিলারা বিচার পাবেন না। এক কথায় তিন তালাকের মতো কোনও ব্যবস্থা সমাজে থাকতে পারে না।
গতকাল মুসলিম ল বোর্ড এ-ও জানিয়েছিল, মুসলিমদের তিন তালাক সহ পার্সোনাল (শরিয়া) আইন অনুসরণ করার সাংবিধানিক অধিকার রয়েছে। যদিও, আব্বাস জানান, এক্ষেত্রে তাঁরা ভিন্নমত পোষণ করেন। এপ্রসঙ্গে তিনি হিন্দুদের নিষিদ্ধ সতীপ্রথার সঙ্গে তিন তালাকের তুলনা টেনে আনেন।
বলেন, সময় হয়েছে তিন তালাকের বিরুদ্ধে একটি কঠোর আইন করার। ঠিক যেমন সতীপ্রথার বিরুদ্ধে দেশে একটা আইন রেয়েছে। এর ফলে, মুসলিম মহিলারা বঞ্চনার শিকার হবেন না। একইসঙ্গে, দোষীর শাস্তি হবে।