এক্সপ্লোর
Advertisement
বিএমসি-তে মেয়র, ডেপুটি মেয়র পদে প্রার্থী দিল শিবসেনা, লড়ছে না বিজেপি, ঘোষণা ফঢ়নবিশের
মুম্বই: অবশেষে বৃহন্মুম্বই পুরসভার মেয়র, ডেপুটি মেয়র পদের নির্বাচন ঘিরে শিবসেনার সঙ্গে সংঘাত এড়ানোর সিদ্ধান্ত বিজেপি। শিবসেনা এদিন মেয়র ও ডেপুটি মেয়র পদে যথাক্রমে বিশ্বনাথ মহাদেশ্বর ও হরেশ্বর ওয়ার্লিকরের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে। এরপর বিজেপিও প্রার্থী দেবে এবং দুটি পদকে কেন্দ্র করে তীব্র ভোটযুদ্ধ হবে বলে মনে করা হচ্ছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ জানিয়ে দেন, কোনও পদেই প্রার্থী দিচ্ছেন না তাঁরা। ফলে বৃহন্মুম্বই পুরসভায় (বিএমসি) মেয়র, ডেপুটি মেয়র-দুটি পদই শিবসেনার ঘরে যাচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি সহ পুরসভার অন্যান্য প্যানেলের চেয়ারপার্সন পদেও প্রার্থী দেবে না বিজেপি, জানান ফঢ়নবিশ। বিএমসি-তে তাঁরা ওয়াচডগ অর্থাত্ কঠোর নজরদারের ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।
ফঢ়নবিশ বলেন, মুম্বইয়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁরা পুর প্রশাসনে আমাদের স্বচ্ছতার এজেন্ডা সমর্থন করেন। শিবসেনা একক বৃহত্তম দল হয়েছে পুরভোটে। মাত্র দুটি আসন কম বিজেপির। মেয়র পদে নিজেদের লোক বসানোর প্রয়োজনীয় শক্তি নেই আমাদের। সেজন্য আমাদের বাইরে থেকে সমর্থন নিতে হত। কিন্তু বাইরের সমর্থন নিয়ে স্বচ্ছতার নীতির সঙ্গে বিজেপি সমঝোতা করতে চায় না। ভোটারদের সমর্থনের প্রতি সম্মান দেখানোই শ্রেয় মনে করেছে দল।
যদিও একইসঙ্গে তিনি দাবি করেন, সরকার বাঁচাতে এটাকে তাঁদের 'আত্মসমর্পণ' বলে ভাবা ঠিক হবে না। তিনি বলেন, আমার সরকার স্থিতিশীল। গতকাল শিবসেনা মন্ত্রীরা ক্যাবিনেট বৈঠকে এসেছিলেন, অনেক ব্যাপারে সহমত হয়েছেন তাঁরা।
শিবসেনাও ফঢ়নবিশের ঘোষণাকে স্বাগত জানিয়ে 'মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দেওয়ায়' তাঁকে ধন্যবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, ২২৭ সদস্যের বিএমসি-তে অর্ধেক সংখ্যায় পৌঁছনোর প্রয়োজনীয় শক্তি একা শিবসেনা বা বিজেপি, কারও নেই। তবে যে দলের সবচেয়ে বেশি নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তারা মেয়র ও ডেপুটি মেয়র, দুটি পদে নিজের প্রার্থী জিতিয়ে আনতে পারবে, যদি না অন্যরা জোট বেঁধে সর্বসম্মত ভাবে প্রার্থী দেয়।
মেয়র নির্বাচন হবে ৮ মার্চ।
এদিকে মহারাষ্ট্র কংগ্রেস ফঢ়নবিশের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছে, শিবসেনাকে দুর্নীতি ও স্বচ্ছতার ইস্যুতে কাঠগড়ায় তোলার আগের ঘোষণার উল্টো পথে হাঁটল বিজেপি। বিএমসি-তে শিবসেনার দুর্নীতির কাছে পুরোপুরি নিজেদের বিকিয়ে দিল বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement