মহারাষ্ট্রে সরকারে থাকা নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই, জানাল শিবসেনা
মুম্বই: বিজেপি-শিবসেনা জোট কি শেষ পর্যন্ত ভাঙতে চলেছে? এমনই ইঙ্গিত মিলেছে। কারণ, উদ্ধব ঠাকরের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্র সরকারে থাকার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে তারা।
সম্প্রতি, দলীয় সাংসদ-বিধায়কদের নিয়ে একটি বৈঠক সারেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেখান থেকে বেরিয়ে বিজেপির ‘ব্যর্থতা’ নিয়ে সোচ্চার হন দলের সাংসদ সঞ্জয় রাউত। স্পষ্ট না করলেও, হাবভাবে বুঝিয়ে দেন, বড় শরিকের ওপর ক্ষুব্ধ তারা।
সঞ্জয়ের দাবি, কেন্দ্রে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্র এবং গোটা দেশের মানুষের মধ্যে ‘তীব্র অসন্তোষ’ রয়েছে। তিনি বলেন, মহারাষ্ট্রে জোট রাখার বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। অপেক্ষা করুন। সঞ্জয় যোগ করেন, সরকারের অদক্ষতার জন্য মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। সেইসবের অঙ্গ হতে চায় না শিবসেনা।
সঞ্জয়ের মতে, বিজেপি আমলে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। কৃষকদের বহু প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ সরকার। কৃষকঋণ মকুব করার সিদ্ধান্তও ঝুলে রয়েছে। এই সব মিলিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে, উদ্ধব ঠাকরে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন।
রাজ্যসভা সাংসদ রাউত জানান, বৈঠকে একাধিক সাংসদ-বিধায়ক দাবি করেন, বিজেপি মন্ত্রীদের অসহযোগিতার কারণে ঠিকমতো উন্নয়নের কাজ সম্ভব হচ্ছে না। সরকারে থাকা বা না থাকার বিষয়ে সকলেই নিজেদের মতামত জানিয়েছেন। রাউত যোগ করেন, প্রথমে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশকে ‘চরমপত্র’ দেবেন উদ্ধব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।