এক্সপ্লোর
Advertisement
ভাঙছে সপা, সমাজবাদী সেকুলার মোর্চা গড়ার ঘোষণা শিবপালের, সভাপতি হচ্ছেন মুলায়ম
নয়াদিল্লি: ভেঙেই গেল সমাজবাদী পার্টি (সপা)। অখিলেশ সিংহ যাদবের সঙ্গে একসঙ্গে চলতে নারাজ কাকা শিবপাল সিংহ যাদব সমাজবাদী সেকুলার মোর্চা নামে নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন।
শিবপাল আজ যাদব পরিবারের ঘাঁটি এটাওয়ায় জানিয়েছেন, দলের প্রধান হচ্ছেন অখিলেশের বাবা ও তাঁর দাদা মুলায়ম সিংহ যাদব।
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে থেকেই কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে সমাজবাদী পার্টি তথা মুলায়মের পরিবারে বাবা, ছেলের মধ্যে অশান্তির শুরু। অখিলেশের নেতৃত্বে ভোটে লড়ে বিজেপির কাছে শোচনীয় ভাবে হেরে সপা ক্ষমতাচ্যুত হওয়ার পর মতপার্থক্য দিনদিন বাড়ছিল। শিবপাল সম্প্রতি হুঁশিয়ারি দেন, অখিলেশ আগামী তিন মাসের মধ্যে ভালয় ভালয় বাবার হাতে নেতৃত্ব ফিরিয়ে না দিলে তাঁরা বেরিয়ে গিয়ে নতুন ধর্মনিরপেক্ষ মোর্চা তৈরি করবেন। শুক্রবার তিনি বলেন, সামাজিক ন্যায়ের লক্ষ্যে সেকুলার ফ্রন্ট হচ্ছে, তার জাতীয় সভাপতি হবেন নেতাজি (মুলায়ম)। এদিন মুলায়্মের সঙ্গে বৈঠক হয় শিবপালের। সংবাদ সংস্থাকে শিবপাল বলেন, নেতাজিকে তাঁর সম্মান ফিরিয়ে দিতে, সব সমাজবাদীকে এক মঞ্চে নিয়ে আসতেই এই মোর্চা হচ্ছে।
রাজনৈতিক মহলের মত, শিবপালের আজকের সিদ্ধান্তে জোর ধাক্কা খাওয়ার সম্ভাবনা অখিলেশ শিবিরের। উত্তরপ্রদেশে হারের ধাক্কায় কংগ্রেস ইতিমধ্যে তাঁর সঙ্গে জোট ভেঙে দিয়েছে। বিজেপি-বিরোধী যৌথ ফ্রন্ট গড়ার প্রয়াসেও আঘাত লাগবে এতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement