উপনির্বাচন হেরে গেলে প্রতিরক্ষামন্ত্রীর পদে ফিরে যাব, পর্রীকরের মন্তব্যকে কটাক্ষ শিবসেনার
মুম্বই: বিধানসভার উপ-নির্বাচনে হেরে গেলে তাঁর কাছে প্রতিরক্ষা মন্ত্রকে ফিরে যাওয়ার রাস্তা রয়েছে। মনোহর পর্রীকরের এহেন মন্তব্যের জন্য তাঁর তীব্র সমালোচনা করল শিবসেনা।
গোয়ায় বিজেপি সরকার গঠন করার পর প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব ছেড়ে গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন পর্রীকর। এবার সেখানে উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। আগামী ২৩ অগাস্ট ভোটগ্রহণ।
তার আগে, সম্প্রতি পর্রীকর জানান, তিনি যদি উপ-নির্বাচনে হেরে মুখ্যমন্ত্রিত্ব খোয়ান, অন্তত তাঁর সামনে কেন্দ্রে প্রতিরক্ষামন্ত্রকে ফিরে যাওয়ার সুযোগ থাকবে।
পর্রীকরের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রে এনডিএ-র অন্যতম শরিক শিবসেনা। দলীয় মুখপত্র ‘সামনা’-তে উদ্ধব ঠাকরে জানান, পর্রীকরের হারা উচিত। তখন দেখা যাবে তিনি প্রতিরক্ষামন্ত্রকে ফিরতে পারেন কি না।
শিবসেনা প্রধান বলেন, মনোহর পর্রীকরের স্বচ্ছ রাজনীতিকের ভাবমূর্তি এখন অতীত। তিনি নিজেই আত্ম-কেন্দ্রীক রাজনীতিবিদের তকমা চড়িয়ে নিয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর তিনি গোয়ায় ফিরে গিয়েছেন।
ঠাকরের আরও দাবি, এধরনের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে পর্রীকর শুধু গোয়ার মুখ্যমন্ত্রীর পদ নয়, প্রতিরক্ষামন্ত্রীর পদকেও অপমান করেছেন। মুখপত্রে উদ্ধবকে উদ্ধৃত করে লেখা হয়েছে, পর্রীকরের মতো ‘মহাত্মা’-র জন্য নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত।
উদ্ধব বলেন, দেশের সীমান্ত যখন সঙ্কটে ছিল, তখন তিনি ‘ভাত-মাছের তরকারি’ খাওয়ার জন্য গোয়ায় ফিরে আসেন। শিবসেনা প্রধানের কটাক্ষ, এটা সাহসিকতা নয় তো কি! তিনি যোগ করেন, এর জন্য পর্রীকরের মহাবীর চক্র পাওয়া উচিত। উল্টে বিজেপি তাঁকে গোয়ার মুখ্যমন্ত্রী করে দিল!
শিবসেনার অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিশ্রী হারের পরও গোয়ায় সরকার গঠন করেছেন পর্রীকর। উদ্ধবের দাবি, এই মন্তব্য করে আখেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই অসম্মান করেছেন পর্রীকর। এটা গণতন্ত্রের অপমান। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, প্রতিরক্ষামন্ত্রীর পদ কি এতই সস্তা?