এক্সপ্লোর
ধর্ষিতার সঙ্গে সেলফি, বিতর্কে রাজস্থানের মহিলা কমিশনের সদস্য

জয়পুর: অমানবিক আচরণ মহিলা কমিশনের সদস্যের। ধর্ষিতার সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়ালেন রাজস্থানের রাজ্য মহিলা কমিশনের এক সদস্য। সেই ছবিতে দেখা গিয়েছে কমিশনের চেয়ারপার্সনকেও। এ ব্যাপারে তাঁর কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। উত্তর জয়পুরের মাহিলা থানায় ধর্ষিতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজস্থানের মহিলা কমিশনের সদস্য সোম্যা গুর্জর। সেখানে গিয়ে ধর্ষিতার সঙ্গেই সেলফি তোলেন তিনি। সোম্যা গুর্জরের সঙ্গে সেলফি ফ্রেমে দেখা যায় চেয়ারপার্সন সুমন শর্মাকেও। এ নিয়েই শুরু হয় বিতর্ক। শর্মা জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই মহিলার সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলেন তিনি। কখন সেলফি তোলা হয়েছে, তা তিনি জানেনই না। তিনি বলেন, এই কাজকে কোনওমতেই আমি সমর্থন করি না। আগামীকালের মধ্যে তাঁর কাছ থেকে এবিষয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ফেসবুক, হোয়াটস্ অ্যাপের মত সোশ্যাল মিডিয়ায় গুর্জরের তোলা দুটি ছবি ভাইরাল। প্রসঙ্গত, বিয়ের সময় ৫১,০০০ টাকা পণ দিতে না পারায় আলওয়ার জেলার বছর ৩০-এর ওই মহিলাকে তাঁর স্বামী ও স্বামীর দুই ভাই মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। মহিলার মাথায় ও হাতে জোর করে এঁকে দেয় উল্কি। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়র করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















