নোট বাতিলের পর নভেম্বরে হায়দরাবাদে বিক্রি হয়েছে ২৭০০ কোটির সোনার বাট
হায়দরাবাদ: কেন্দ্রের নোট বাতিল ঘোষণার পর শুধুমাত্র হায়দরাবাদেই নভেম্বর মাসে ২৭০০ কোটি টাকার সোনার বাট বিক্রি হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এক সর্বভারতীয় চ্যানেলের রিপোর্ট অনুযায়ী, ৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই পরিমাণ সোনার বাট বিক্রি হয়েছে। পাশাপাশি, প্রায় ৮ হাজার কোটি নগদ হায়দরাবাদে এসেছে।
ইডি সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, যাঁরা সোনা কিনেছে, বর্তমানে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আরও দাবি করা হয়েছে যে, ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে আরও ১,৫০০ কেজি সোনা বিক্রি হয়েছে।
অন্য একটি রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদের মুসাদ্দিলাল জুয়েলার্স দাবি করেছে, ৮ নভেম্বর রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে তাদের কাছে প্রচুর মানুষ সোনা কেনার জন্য ফোন করেন। অনেকে অগ্রিম পেমেন্টও করেন। ওই স্বর্ণকারের দাবি, কয়েক ঘণ্টার মধ্যে তারা ৫২০০ জনকে সোনা বেচেছে। মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি।
দিল্লির একটি সংস্থাও একইভাবে সোনা বেচে ইডি-র জালে চলে এসেছে। জানা গিয়েছে, কুন্দন কেয়ার প্রোডাক্টস লিমিটেড (কেসিপিএল) নামে ওই সংস্থা ৮ নভেম্বর মাত্র চার ঘ্ণ্টার মধ্যে প্রায় ২০০-২৫০ কেজি সোনা (আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি) বেচেছে।