এক্সপ্লোর
Advertisement
দলীয় সভায় কেজরীবালের দিকে জুতো
রোহতক: হরিয়ানার রোহতকে আম আদমি পার্টির সভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরীবালকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক যুবক। সেই সময় নোট বাতিলের বিরুদ্ধে বক্তব্য পেশ করছিলেন আপ প্রধান। জুতোটি অবশ্য তাঁর গায়ে লাগেনি।
এর আগেও কেজরীবালের দিকে জুতো ছোঁড়া হয়েছিল। গত বছরের ১০ এপ্রিল বেদ প্রকাশ নামে আম আদমি সেনার এক সদস্য সাংবাদিক সম্মেলন চলাকালীন কেজরীবালের দিকে জুতো ছুঁড়েছিলেন। সেবারও অবশ্য তাঁর গায়ে লাগেনি জুতো।
এদিনের ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘মোদী একজন কাপুরুষ। তাঁর একজন সমর্থক আমার দিকে জুতো ছুঁড়েছেন। আমরাও এটা করতে পারি। কিন্তু আমাদের মূল্যবোধ বাধা হয়ে দাঁড়ায়। সিবিআই হানা বা জুতো ছোঁড়া হলেও আমি নোট বাতিল এবং সহারা-বিড়লা ঘুষকাণ্ডের সত্য প্রকাশ করব।’
मैंने कहा था मोदीजी कायर हैं। आज अपने चमचों से जूता फिंकवाया।मोदीजी, हम भी ये कर सकते हैं पर हमारे संस्कार/तहज़ीब हमें इजाज़त नहीं देते(1/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 1, 2017
নোট বাতিলের বিরুদ্ধে প্রথম থেকেই সরব কেজরীবাল। তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘মোদী ৫০ দিন চেয়েছিলেন। কিন্তু মানুষের দুর্ভোগ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।’आप चाहे जूता फिंकवाओ या CBI रेड कराओ, नोटबंदी घोटाले और सहारा बिरला रिश्वतख़ोरी का सच मैं बताता रहूँगा(2/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 1, 2017
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে সিবিআই-এর এফআইআর দায়ের করা নিয়েও মোদীকে আক্রমণ করেছেন কেজরীবাল। সহারা-বিড়লার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার অভিযোগের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement