এক্সপ্লোর
Advertisement
লকডাউনে খোলা যাবে বই-পাখার দোকান, ছাড় মোবাইল রিচার্জেও
লকডাউন পর্বে শিক্ষামূলক বই, বৈদ্যুতিন ফ্যান বিক্রয়ের দোকান, প্রবীণদের জন্য অ্যাটেনডেন্টদের পরিষেবা এবং প্রিপেড মোবাইল ফোনে রিচার্জ কেন্দ্রের মতো জন পরিষেবাগুলির বিধিনিষেধের বাইরে থাকছে।
নয়াদিল্লি: লকডাউন পর্বে শিক্ষামূলক বই, বৈদ্যুতিন ফ্যান বিক্রয়ের দোকান, প্রবীণদের জন্য অ্যাটেনডেন্টদের পরিষেবা এবং প্রিপেড মোবাইল ফোনে রিচার্জ কেন্দ্রের মতো জন পরিষেবাগুলির বিধিনিষেধের বাইরে থাকছে। নির্দিষ্ট কিছু পরিষেবা ও কার্যকলাপের ক্ষেত্রে ছাড় সংক্রান্ত কিছু প্রশ্নের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছ, শহরাঞ্চলে পাঁউরুটি কারখানা ও গমের কলগুলি কাজ পুণরায় কাজ চালু করতে পারে।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চলছে। প্রথম দফায় ১৪ এপ্রিল পর্যন্ত এবং পরে তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। এই পর্বে যেসব দোকানে ছাত্রছাত্রীদের বই বিক্রি হয়, বৈদ্যুতিন ফ্যান বিক্রি হয়, সেগুলি খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়াও প্রবীণ নাগরিকদের বাড়িতে এসে যত্নআত্তি ও অ্যাটেন্ড্যান্ট পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। প্রিপেড মোবাইল রিচার্জের মতো পরিষেবাও দেওয়া যেতে পারে বলে মন্ত্রকের নির্দেশে জানানো হয়েছে।
শহরাঞ্চলে পাঁউরুটি কারখানা, দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র, আটা ও ডাল মিলের মতো খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি লকডাউন কেন্দ্রে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
প্যাকহাউস, পর্যবেক্ষণ সহ রফতানি ও আমদানি সংক্রান্ত কার্যকলাপ এবং বীজ ও উদ্যানপালন সংক্রান্ত উত্পাদন দেখভাল, কৃষি ও উদ্যানপালন বিষয়ক গবেষণামূলক কাজকর্মকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
বৃক্ষরোপণ সংক্রান্ত সামগ্রীর রাজ্যের মধ্যে এবং আন্তঃরাজ্য চলাচলের ক্ষেত্রে এবং মধু উত্পাদনমূলক কাজে ছাড় রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে।
বন দফতর ও বনসৃজনের মতো কার্যকলাপও লকডাউন চলবে। তবে এইসঙ্গে কর্মস্থলে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত রাখতে হবে বলে মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement