এক্সপ্লোর
সরকার নির্বীজকরণ না করা পর্যন্ত কি বানরদের সন্তান উৎপাদন বন্ধ রাখতে বলব? প্রশ্ন দিল্লি হাইকোর্টের

ফাইল ছবি
নয়াদিল্লি: বানদের নির্বীজকরণ এবং টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের গাছাড়া মনোভাবের তীব্র সমালোচনা করল দিল্লি হাইকোর্ট। আজ কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ প্রশ্ন করেছে, ‘কেন্দ্রীয় সরকার কেন অনুমোদন না পাওয়া সত্ত্বেও বিদেশ থেকে ওরাল ইমিউন কন্ট্রাসেপশন ভ্যাকসিন আমদানি করে মর্কটদের উপর পরীক্ষা চালাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোড়াদের নির্বীজকরণের জন্য ব্যবহার করা হয় এই টিকা। বিশ্বের কোথাও সেটা বানদের উপর প্রয়োগ করা হয় না। সরকার যতক্ষণ না অনুমতি পাচ্ছে, ততক্ষণ কি আমরা বানরদের সন্তান উৎপাদন বা মানুষকে কমাড়ানো বন্ধ রাখতে বলব?’ দিল্লিতে বানর ও রাস্তার কুকুরের উপদ্রব বন্ধ করার জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবিতে ২০০১ সালে জনস্বার্থ মামলা করেন আইনজীবী মীরা ভাটিয়া। সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের বিচারপতিরা আরও বলেছেন, ২০০১ থেকে বানরদের জনসংখ্যা নিয়ন্ত্রণ বন্ধ হয়ে আছে। বানরদের সংখ্যা কমানোর জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না কেন্দ্র। এর ফলে উত্তর ভারতে কৃষিকাজ বন্ধ হয়ে গিয়েছে। মধ্য দিল্লিও ক্রমশঃ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আদালতের নির্দেশে বানরদের সংখ্যা কমানোর জন্য ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করে দিল্লি সরকার। কিন্তু সেই কমিটি কোনও কাজই করেনি। ৩১ মে এই মামলার পরবর্তী শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















