এক্সপ্লোর
বড় পদের আশ্বাস, কংগ্রেসে যোগ দিচ্ছেন সিধু, জানালেন স্ত্রী

অমৃতসর: ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিজেপি সাংসদ নভজ্যোৎ সিংহ সিধু দু-একদিনের মধ্যেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন। পঞ্জাবে বিধানসভা নির্বাচনে যদি কংগ্রেস জয়লাভ করে সরকার গঠন করে, তাহলে সিধুকে গুরুত্বপূর্ণ পদের আশ্বাস দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন সিধুর স্ত্রী তথা কংগ্রেস নেত্রী নভজ্যোৎ কউর। শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন সিধু। তখনই তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। শনিবার এ বিষয়টি নিশ্চিত করলেন তাঁর স্ত্রী। তিনি জানিয়েছেন, অমৃতসর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন সিধু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















