এক্সপ্লোর
নয়ডার বাড়ির বাইরে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের সম্মানরক্ষায় খুন?
![নয়ডার বাড়ির বাইরে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের সম্মানরক্ষায় খুন? Sister’s bodies found hanging from tree in Noida নয়ডার বাড়ির বাইরে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের সম্মানরক্ষায় খুন?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/26173322/dead-body_1505646130.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়ডা: নয়ডার বারাউলায় বাড়ির বাইরে গাছে দুই কিশোরী বোনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এসপি শহর অরুণ কুমার সিংহ জানিয়েছেন, এক বোনের নাম লক্ষ্ণী (১৮), অপর বোনের নাম নিশা (১৪)। বুলন্দশহরের বাসিন্দা তাঁরা, নয়ডার সেক্টর ৪৯-এ বাড়ি ভাড়া নিয়ে থাকত কিশোরীর পরিবার।
আজ সকালে দুই বোন সম্পর্কে পুলিশের কাছে খবর আসে। তারপরই ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। নিশা স্কুলে পড়ত এবং লক্ষ্ণী একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। ঘটনায় কিশোরী দুজনের বাবাকে আটক করেছে পুলিশ। জেরায় কুলভূষণ জানিয়েছেন, তাঁর বড় মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেম করত, পালিয়েও যায় তারা। পরে ফিরে আসলে, মেয়েকে বকাবকি করেন তিনি। কিশোরীদের বাবার দাবি, তাঁর দুই মেয়েই আত্মহত্যা করেছে। যদিও পুলিশ বিভিন্ন অ্যাঙ্গল থেকে ঘটনার তদন্তে নেমেছে। সম্মানরক্ষার জন্যেও খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)