এক্সপ্লোর
আর্থিক লক্ষ্যপূরণে রাজ্যগুলি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে চলুক, বললেন নির্মলা
একগুচ্ছ ট্যুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জনসাধারণের বাসনা পূরণে সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতা চেয়েছেন নির্মলা, পাশাপাশি প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছনোয় তাঁর দিক থেকে সবরকম সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নয়াদিল্লি: কেন্দ্র ও রাজ্যগুলি একযোগে কাজ না করলে লক্ষ্যপূরণ সম্ভব নয় বলে সওয়াল করে আমজনতার প্রত্যাশা, আশা-আকাঙ্খা পূরণে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতা চাইলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার শুরুতে নিজের ভাষণে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে চলার ডাক দেন তিনি। কেন্দ্রের আর্থিক সমৃদ্ধির কর্মসূচি তৃণমূল স্তরে কার্যকর করার দায়িত্ব রাজ্যের বলে উল্লেখ করেন তিনি। বলেন, কেন্দ্র ও রাজ্যগুলি একযোগে সমান গতিতে কাজ না করলে কোনও টার্গেটই পূরণ সম্ভব নয়। আর্থিক বৃদ্ধির দিশা ঠিক করার দায়িত্ব কেন্দ্রের আর তা রূপায়ণের দায়িত্ব রাজ্যগুলির।
The Finance Minister, Smt. @nsitharaman further said that the Centre has the responsibility of setting the direction of the economic growth while it's the responsibility of the States to implement in the field.@nsitharamanoffc @PIB_India @MIB_India
— Ministry of Finance (@FinMinIndia) June 21, 2019
In her Opening Remarks at the Pre-Budget Consultation Meeting,the Finance Minister, Smt. @nsitharaman said that no goals can be achieved if States and the Centre don't work together in cohesion.@nsitharamanoffc @PIB_India @MIB_India
— Ministry of Finance (@FinMinIndia) June 21, 2019
একগুচ্ছ ট্যুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জনসাধারণের বাসনা পূরণে সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতা চেয়েছেন নির্মলা, পাশাপাশি প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছনোয় তাঁর দিক থেকে সবরকম সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। নির্মলা উল্লেখ করেছেন, কেন্দ্র থেকে রাজ্যগুলিতে অভূতপূর্ব তহবিল বন্টন হয়েছে। সাম্প্রতিক কালে তা ৮ লক্ষ ২৯ হাজার ৩৪৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১২ লক্ষ ৩৮ হাজার ২৭৪ কোটি টাকা। আরও বলা হয়েছে, কর বন্টনের ক্ষেত্রে ত্রয়োদশ অর্থ কমিশনের আওতায় রাজ্যগুলির ভাগ ছিল ৩২ শতাংশ যা, বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রথম মেয়াদকালে চতুর্দশ অর্থ কমিশনের আওতায় বেড়ে ৪২ শতাংশ হয়েছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















