এক্সপ্লোর
Advertisement
জঙ্গি-হামলায় শহিদ অসম রাইফেলসের এক অফিসার ও ৫ জওয়ান
নয়াদিল্লি: জঙ্গিদের পাতা ফাঁদে শহিদ হলেন এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সহ অসম রাইফেলস-এর ৬ জওয়ান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারত-ময়ানমার সীমান্ত ঘেঁষা মণিপুরের চাণ্ডেল জেলায়।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন দুপুর একটা নাগাদ জেলার জৌপি হেংসি অঞ্চলে জওয়ানদের কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। জওয়ানরা সেই সময় উপজাতি-অধ্যুষিত অঞ্চলে ধসের খবর পেয়ে তা পর্যবেক্ষণ করে ফিরছিল।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই হামলায় দুই বা তার বেশি জঙ্গিগোষ্ঠী মিলিতভাবে হামলা চালিয়েছে। শহিদ জওয়ানরা সকলেই ২৯ অসম রাইফেলস-এর জওয়ান ছিলেন।
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত বছর এই এলাকাতেই এনএসসিএন (খাপলাং) জঙ্গিদের হামলায় ডোগরা রেজিমেন্টের ১৮ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন।
এরপরই গোপন অভিযানে মায়ানমারের ভিতরে ঢুকে জঙ্গি গোষ্ঠীর শিবির ধ্বংস করে এসেছিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের প্যারা কম্যান্ডোরা।
এই হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। একইসঙ্গে, জঙ্গিদের কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
হামলার পর এদিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি সহ দফতের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। পাশাপাশি, অসম রাইফেলস-এর ডিজির সঙ্গেও কথা বলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement