এক্সপ্লোর
Advertisement
সেনাবাহিনীতে যোগ দিলেন নিহত কর্নেল মহাদিকের স্ত্রী
চেন্নাই: দু বছর আগে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন কর্নেল সন্তোষ মহাদিক। তাঁর স্ত্রী স্বাতী শনিবার অফিসার হিসেবে সেনাবাহিনীতে যোগ দিলেন। ১১ মাসের কঠোর প্রশিক্ষণের পর সেনা অফিসার হয়েছেন স্বাতী। তিনি লেফটেন্যান্ট হিসেবে পুণের সেনা অর্ডন্যান্স শাখায় যোগ দেবেন।
২০১৫ সালের নভেম্বরে উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় জখম হন কর্নেল মহাদিক। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিলেন। স্বাতীও একইভাবে অদম্য সাহস ও কঠিন মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্তোষের কাছাকাছি যাওয়ার ইচ্ছা ছিল। ইউনিফর্মই ওর প্রথম ভালবাসা ছিল। সেই কারণেই আমি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। সন্তোষ আমাদের সন্তানদের জীবনের যে পথ দেখাতে চেয়েছিল, আমি সেটাই করেছি।’
গত বছরের অক্টোবর থেকে সেনাবাহিনীর অফিসার হওয়ার জন্য প্রশিক্ষণ শুরু হয়েছিল স্বাতীর। সেই প্রশিক্ষণ শেষ হয়েছে। সফল হওয়ার পর সেনা অফিসার হয়েছেন শহিদ কর্নেলের স্ত্রী। এই আনন্দের মুহূর্তে তাঁর সঙ্গে ছিল মেয়ে কার্তিকী ও ছেলে স্বরাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement