রাজৌরিতে পাক সেনার গুলিবৃষ্টি, শহিদ এক ভারতীয় সেনা জওয়ান
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সীমান্ত বরাবর পাক সেনার হামলা, শহিদ হয়েছেন মহম্মদ আতিফ শফি আলম খান পাঠান নামের এক সেনা জওয়ান।
রাজৌরি: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সীমান্ত বরাবর পাক সেনার হামলা, শহিদ হয়েছেন মহম্মদ আতিফ শফি আলম খান পাঠান নামের এক সেনা জওয়ান। সেনার তরফে জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ পিটিআই-কে জানিয়েছেন, “ও খুব সাহসী ও দায়িত্ববান সৈনিক ছিল। দায়িত্ব নির্বাহ করতে করতে দেশের জন্য নিজের জীবন বলিদান করেছে ও, দেশ চিরকাল ওর কাছে ঋণী থাকবে।”
পুলিশের বয়ান অনুযায়ী, সন্ধ্যে সাড়ে ছটা থেকে গুলি বর্ষণ শুরু হয়। চলে ঘণ্টা খানেকেরও বেশি সময়। থেমে থেমে আক্রমণ করে পাক সেনা। পরের দিকে পাক সেনারা মর্টার হামলা চালায় বলেও জানিয়েছে এক পুলিশ আধিকারিক। তখন সুন্দরবনি সেক্টরে ছিলেন পাঠান। পাক সেনার গুলিতে আহত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, পাক সেনার গুলির জবাবে পাল্টা আক্রমণে যায় ভারতীয় সেনাও। কর্নেল দেবেন্দর আনন্দের কথায়, ভারতীয় সেনা প্রতি আক্রমণে যাওয়ায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তানি সেনার ঘাঁটিও। পাক দলের কেউ আহত হতে পারে বলেও অনুমান করছেন তিনি।