এক্সপ্লোর
Advertisement
রোহিঙ্গাদের কেউ কেউ আইএসআই, আইসিস, ভারত-বিরোধী জঙ্গিদের সঙ্গে যুক্ত, বলল স্বরাষ্ট্রমন্ত্রক
নয়াদিল্লি: রোহিঙ্গাদের কারও কারও সঙ্গে পাকিস্তানের আইএসআই, ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী গোষ্ঠী ও ভারতকে সন্ত্রাসের নিশানা করা জঙ্গিদের যোগসাজস রয়েছে বলে জানাল কেন্দ্র।
সোমবারই কেন্দ্র সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রোহিঙ্গারা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছে, তারা দেশের নিরাপত্তার সামনে ভয়াবহ বিপদ বলে জানিয়ে দিয়েছে।
আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতিতে বলেছে, এ দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু ২০১২-২০১৩য়। আর এই বেআইনি অনুপ্রবেশকারীদের কেউ কেউ জাল ভারতীয় পরিচয়পত্র, জাল নোট জোগাড় করা সহ নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িত বলে দেখা গিয়েছে। এদের জন্য মাথাচাড়া দিয়েছে দালাল, এজেন্টদের একটি সংগঠিত চক্রও, যারা এ ধরনের কার্যকলাপ চালায়। এর পাশাপাশি বেআইনি অভিবাসনকারীদের কারও কারও সঙ্গে আইএসআই, আইসিস ও ভারতকে হামলার নিশানা করা সন্ত্রাসবাদীদের যোগাযোগও থাকতে পারে।
বেআইনি অনুপ্রবেশকারীদের ঘিরে চলতি বিতর্কের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের স্পষ্ট বক্তব্য, বৈধ আইনি নথিপত্র ছাড়া কোনও বেআইনি অনুপ্রবেশকারীর ভারতে থাকার অধিকার নেই। চলতি আইন অনুসারে কেন্দ্রীয় সরকারের কোনও ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে মন্ত্রক।
তারা এও জানিয়েছে, ভারত সরকারের ব্যবস্থা নেওয়ার কর্তব্য ও অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে হস্তক্ষেপ হলে বেআইনি অনুপ্রবেশকে বৈধ বলে দেখানোর আশঙ্কা থাকে, যা ভারতীয় নাগরিকদের স্বার্থের ক্ষেত্রে ক্ষতিকর, প্রতিকূল হতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেন, ১৯৪৬ এর বিদেশি আইন বলে ভারতে অবৈধ ভাবে বসবাস করা বিদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা ভারত সরকারের আছে, ওই আইনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায় তার।
নির্দিষ্ট আইনি পদ্ধতি অনুসরণ করেই ভারতে থাকা বেআইনি বিদেশিদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানোর কাজ হয় বলেও জানান তিনি। সেইসঙ্গে বলেন, নীতিগত ভাবেই ভারত সরকার নিজের ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশকারীদের ঢোকা বা অন্য দেশের ভিতরে নিজের নাগরিকদের ঢুকে পড়া সমর্থন করে না। বেআইনি অনুপ্রবেশ রোধ করা তার কাছে অগ্রাধিকার কেননা দেশের সমাজ, নিরাপত্তা ও অর্থনীতিতে তার বড় প্রভাব পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
হুগলি
জেলার
Advertisement