স্বাস্থ্য-পরীক্ষা করিয়ে রাহুলের সঙ্গে দেশে ফিরলেন সনিয়া গাঁধী
নয়াদিল্লি: স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দেশে ফিরলেন সনিয়া গাঁধী। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে নিয়ে ফেরেন পুত্র রাহুল।
রুটিন চেক-আপের জন্য চলতি মাসের গোড়ায় বিদেশে গিয়েছিলেন ৭০ বছরের কংগ্রেস সভানেত্রী। তবে, কোথায়, তা দলের তরফে প্রকাশ করা হয়নি।
যদিও, বিভিন্ন সূত্রের খবর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যেখানে তিনি আগেও গিয়েছিলেন স্বাস্থ্য-পরীক্ষা করাতে।
পরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গত ১৬ তারিখ মায়ের কাছে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল।
সনিয়ার শারীরিক অসুস্থতা কেন্দ্রীয় রাজনীতিতে অনেকদিন ধরেই আলোচ্য বিয়য়বস্তু। গত কয়েকমাস ধরেই দলের সব দায়িত্ব সামলাচ্ছেন পুত্র রাহুল।
সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সনিয়ার জনসভা করার কথা থাকলেও, তাঁকে কোথাও দেখা যায়নি। এর মধ্যেই, উত্তরপ্রদেশ নির্বাচনে ভরাডুবির পর, রাহুলের পদোন্নতি নিয়ে দলের অন্দরেই জোর কানাঘুষো শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, সনিয়ার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভাল।