এক্সপ্লোর
Advertisement
ট্রেনে চালু হচ্ছে কম ভাড়ার শীতাতপ নিয়ন্ত্রিত কামরা
নয়াদিল্লি: ভারতীয় রেলে এবার চালু হতে চলেছে ইকনমি এসি কোচ। থার্ড এসি কামরার যে ভাড়া, তার চেয়ে কম ভাড়া হবে এই কামরার। ইকনমি এসি কামরার তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত কামরার মতো এই কামরার যাত্রীদের কম্বল দিতে হবে না। রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, যাত্রীদের যাতে বাইরের তাপমাত্রার আঁচ পেতে না হয়, সেটা নিশ্চিত করার জন্যই নতুন কামরা চালু করার পরিকল্পনা করা হয়েছে। তাঁরা মনে করছেন, এই নয়া কামরাগুলিতে তাপমাত্রা যা রাখা হবে, তাতে যাত্রীরা আরামে যাত্রা করতে পারবেন।
এখন মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি কামরা রয়েছে। রাজধানী, শতাব্দী এবং নতুন চালু হওয়া হামসফর ও তেজস ট্রেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। নির্বাচিত রুটে আরও কয়েকটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করার পরিকল্পনা করছেন রেলের আধিকারিকরা। হামসফর এক্সপ্রেসের জনপ্রিয়তা দেখে ইকনমি এসি কামরাযুক্ত আরও ট্রেন চালু করার কথা ভাবছে ভারতীয় রেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement