দেশে ফিরল ইরাকে আইএস-এর হাতে প্রাণ হারানো ২ বাঙালি সহ ৩৮ ভারতীয়র দেহ
অমৃতসর: ইরাকে নিহত ৩৮ ভারতীয়র দেহ ফিরল দেশে। নিহত ৩৮ জনের দেহ নিয়ে সোমবার অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। এদিন দুপুর আড়াইটে নাগাদ বাগদাদ থেকে আসা বিমানটি ভারতে অবতরণ করে। দেহ নিতে বিমানবন্দরেই উপস্থিত ছিলেন নিহতদের আত্মীয়স্বজনরা।কফিনবন্দি দেহ দেখে তাঁরা একেবারে ভেঙে পড়েন।
দেহ ফিরিয়ে আনতে গতকালই বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। এদিন দেহগুলির সঙ্গে একই বিমানে ফেরেন তিনিও। ৪ বছর আগে ইরাকে আইএস হামলায় মৃত্যু হয় ৩৯ জনের। একজনের ডিএনএ না মেলায়, ৩৮ জনের দেহ আজ ভারতে ফিরেছে। এদের মধ্যে রয়েছেন রাজ্যের দুই বাসিন্দা। নদিয়ার চাপড়া থানার সমর টিকাদার ও তেহট্টের ইলশেমারি গ্রামের বাসিন্দা খোকন শিকদার।
ইরাকে আইএস হামলায় নিহত ভারতীয়দের দেহ নিয়ে প্রথমে অমৃতসর পৌঁছয় বিমান। নিহতদের মধ্যে ২৭ জন পঞ্জাবের ও ৪ জন হিমাচল প্রদেশের বাসিন্দা। এরপর সন্ধেয় কলকাতায় পৌঁছবে বিমান।সেখানে রাজ্যের দুই বাসিন্দার দেহ নামিয়ে বিমান রওনা দেবে পটনার উদ্দেশে।
https://twitter.com/ANI/status/980742290418360320এর আগে গতকালই ভারতীয় আধিকারিকদের হাতে নিহতদের দেহাবশেষ তুলে দেয় ইরাক প্রশাসন। কফিনবন্দি দেহগুলিকে গতকাল মিলিটারি স্যালুট করে শ্রদ্ধা জানান প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ। একই সঙ্গে বলেন, সমস্ত ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই চলবে। আইএসআইএস অত্যন্ত নির্মম জঙ্গি সংগঠন, এই ভারতীয় নাগরিকরা তাদের শিকার হয়েছেন।
প্রসঙ্গত, ২ বছর আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে নিখোঁজ হয়ে যান ৪০ জন ভারতীয়। একজন কোনওক্রমে ফিরে আসেন। তিনি বারবার দাবি করেন, তাঁর চোখের সামনেই বাকি ৩৯ জনকে ঠান্ডা মাথায় খুন করেছে আইএস। আইএস যখন ২০১৪-য় মসুল কবজা করে, তখন এঁরা তাদের হাতে ধরা পড়ে যান।
ভারত সরকার বরাবর দাবি করে এসেছে, আইএসের হাতে ধরা পড়া ভারতীয়দের খোঁজ চলছে, তাঁদের মৃত্যুর খবর তাদের কাছে নেই। অবশেষে গত মাসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নেন, গণকবর থেকে দেহাবশেষ উদ্ধার হয়েছে তাঁদের। যদিও একজনের ডিএনএ-র মিল পুরোপুরি না পাওয়ায় তাঁর দেহ এবার ফিরছে না।