এক্সপ্লোর
Advertisement
বারো বছর: ১২ টাকায় বিমানে চড়াবে স্পাইসজেট
নয়াদিল্লি: এমনিতেই স্বল্প মূল্যে বিমান পরিষেবা দেওয়ার জন্যে বাজারে পরিচিতি রয়েছে স্পাইসজেটের। এবার সেই বিমানসংস্থাই তাদের বারো বছর পূর্তিতে যাত্রীদের জন্যে এক নয়া উপহার নিয়ে এল। আজ থেকে স্পাইসজেটের টিকিট পাওয়া যাবে বারো টাকায়। তবে এই টিকিটের দামের মধ্যে অতিরিক্ত কর এবং অন্যান্য সারচার্জ পরিষেবা যুক্ত নেই।
স্পাইসের এই নয়া অফার দেশীয় এবং আন্তর্জাতিক দুধরনের বিমানের ওপরই লাগু হবে। আজ থেকে শুরু হচ্ছে এই অফার, চলবে আগামী ২৮ মে পর্যন্ত। এই টিকিটে যাত্রা করা যাবে ২৬ জুন ২০১৭ থেকে ২৪ মার্চ, ২০১৮ সাল পর্যন্ত।
প্রসঙ্গত, স্পাইস কর্তৃপক্ষ চায় ভারতের প্রায় প্রতিটি মানুষই বিমান পরিষেবা উপভোগ করুক। সেই লক্ষ্য পূরণেই তাদের এই উদ্যোগ। তবে এই প্রস্তাবের আওতায় খুব সীমিত সংখ্যার সিট রয়েছে, এবং যে আগে আসবে সেই এই টিকিটের সুবিধা পাবে।
তবে যেসমস্ত যাত্রীরা ১২ বছর পূর্তি উপলক্ষে এই টিকিট কাটবে, তাদের নিয়ে একটি লাকি ড্র-ও করা হবে। যাঁরা সেই লাকি ড্র জিতবেন, তাঁরা বিদেশে যাওয়ার বিমান টিকিট ফ্রি পাবেন, দেশের মধ্যে বিনা পয়সায় টিকিট পাবেন এবং দশ হাজার টাকার হোটেল ভাউচার পাবেন।
তবে এই প্রস্তাবের আওতায় যাঁরা টিকিট কাটবেন তাঁরা যদি টিকিট বাতিল করতে চান, তাহলে শুধু কর ফেরত পাবেন। যদি পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তন করার চার্জ লাগবে, সঙ্গে জায়গার দূরত্ব অনুযায়ী ভাড়া বদলে যাবে।
প্রতিদিন গড়ে স্পাইসজেটের অধীনে ৩৫৮ টি বিমান ৪৬ জায়গার মধ্যে চলে। এরমধ্যে ৩৯টি দেশীয় এবং সাতটি আন্তর্জাতিক বিমান রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement