এক্সপ্লোর
Advertisement
মদ খেয়ে মরেছেন শ্রীদেবী, তাঁর দেহ তেরঙায় মোড়া জাতীয় পতাকার অবমাননা, মন্তব্য রাজ ঠাকরের
মুম্বই: আকণ্ঠ মদ্যপান করার জেরে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। ওঁর দেহ তেরঙায় মুড়ে দেওয়া জাতীয় পতাকাকে অসম্মান করা ছাড়া কিছু নয়। সদ্য প্রয়াত অভিনেত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। তাঁর আরও বক্তব্য, নীরব মোদী কাণ্ড থেকে মানুষের নজর ঘোরানোর জন্য খবরের কাগজ ও টেলিভিশনে শ্রীদেবীর খবর নিয়ে মাতামাতি করা হয়েছে।
রাজ বলেছেন, গোটা দেশে নীরব মোদীর খবর নিয়ে আলোচনা হচ্ছিল। সে সময় সামনে এল শ্রীদেবীর মৃত্যুর ঘটনা। আসল ইস্যু থেকে মানুষের নজর সরানোর জন্য তা নিয়ে হইচই শুরু হল। শ্রীদেবী ভাল অভিনেত্রী ছিলেন কিন্তু তিনি দেশের জন্য এমন কী করেছেন যে তাঁর দেহ তেরঙায় ঢাকা হল। শুধু এ কারণে, যে উনি পদ্ম পুরস্কার পেয়েছেন!
Nirav Modi was the talk of the town, then issue of Sridevi came in. This was brought to change the issue. When a person like Sridevi dies, you wrap her in Tri-color & you say you did that because she was a Padma Shri. It was all fault of the Maharashtra government: Raj Thackeray pic.twitter.com/b8z8U17559
— ANI (@ANI) March 19, 2018
তাঁর আরও অভিযোগ, এখনকার সংবাদমাধ্যমের ওপর সরকারি চাপ রয়েছে। সরকারের অ্যাজেন্ডাই চালাচ্ছে তারা। শ্রীদেবীর মৃত্যুর ওপর যত খবর দেখানো হয়েছে, তা বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে দেখানো হয়নি।
তাঁর আরও মত, অক্ষয় কুমারের টয়লেট-এক প্রেম কথা ও প্যাডম্যান ছবিদুটি সরকারি প্রকল্পের প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। অথচ অক্ষয় ভারতীয় নাগরিকই নন, তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement