এক্সপ্লোর
Advertisement
স্টিং ভিডিও তদন্তে রাওয়াতকে জেরার জন্য তলব সিবিআইয়ের
নয়াদিল্লি: হরিশ রাওয়াতকে জেরার জন্য তলব করল সিবিআই। সোমবার তাঁকে দেখা করতে বলা হয়েছে বলে খবর সূত্রের। তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিজেপি শিবিরে চলে যাওয়া ৯ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে ঘুষ দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করেছেন রাওয়াত, সেজন্য কথা বলছেন দালালের সঙ্গে, এমনই এক ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডের রাজনীতিতে। সে ব্যাপারে প্রাথমিক তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রাজ্য সরকারের সুপারিশে তদন্ত নথিভুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। প্রসঙ্গত রাষ্ট্রপতি শাসন চলছে উত্তরাখণ্ডেমার্চ রাওয়াতের আস্থা ভোটের দুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার নেতৃত্বে ওই ৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক দাবি করেন, শক্তি পরীক্ষায় তাঁরা যাতে তাঁকে সমর্থন করেন, সেজন্য ঘুষের অফার দিয়েছেন রাওয়াত।
এ ব্যাপারে একটি ‘স্টিং’ ভিডিও প্রকাশ করেন তাঁরা। ভিডিওটি করেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক। তাতে দেখা যাচ্ছে, রাওয়াত বেঁকে বসে বিজেপির পাশে দাঁড়ানো এমএলএ-দের কাছে টানতে ওই সাংবাদিকের সঙ্গে টাকাপয়সা নিয়ে রফা করছেন।রাওয়াত গোড়ায় দাবি করেন, ওই ভিডিও জাল। কিন্তু গত সপ্তাহে স্বীকার করেন, বিতর্কিত ভিডিও-তে তিনিই আছেন।
যদিও একইসঙ্গে তাঁর সাফাই, সাংবাদিক বা বিধায়কের সঙ্গে কথা বলা অন্যায় নয়, ভিডিওতে ধরা পড়া কথোপকথনও গুরুত্বহীন বলে দাবি করেন।পাশাপাশি, রাওয়াতের অভিযোগ, নির্বাচিত সরকারের পতন ঘটাতে বিজেপি ‘ফৌজদারি চক্রান্ত’ করেছে। তারই অঙ্গ ওই স্টিং অপারেশন ও তার সিবিআই তদন্ত। তিনি চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকে। বলেন, অন্যায় করলে তাঁকে জেলে ঢোকান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement