সময় নষ্ট না করে কর্মসংস্থান করুন, প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের
অমেঠি: দেশবাসীর সময় নষ্ট না করে কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতির দাবি, প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান না করতে পারলে, কংগ্রেস ছ’মাসের মধ্যে তা করে দেখাবে।
বুধবার থেকে নিজের কেন্দ্র অমেঠিতে তিনদিনের সফর শুরু করেন রাহুল। এদিন জগদীশপুর অঞ্চলের অন্তর্গত কাঠোরা গ্রামে একটি জমায়েতের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশের দুটি বড় সমস্যা কৃষক ও যুবক সম্প্রদায়কে ঘিরে আবর্তিত। মোদীজি এগুলির সমাধান না করতে পারলে তাঁর সেটা বলা উচিত। কংগ্রেস এসে ছ’মাসের মধ্যে তা সম্পন্ন করবে।
তিনি যোগ করেন, দেশবাসীর সময় অপচয় বন্ধ করা উচিত প্রধানমন্ত্রীর। প্রতিশ্রুতি মতো যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা উচিত তাঁর। যুবকরা ভাবতে শুরু করেছে, তাঁরা দেশের জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন না। তাঁদের ক্রোধ বাড়ছে। কৃষকরা আত্মহত্যা করছেন।
অমেঠিতে ফুড পার্ক ও অন্যান্য প্রকল্পকে অবহেলা করার জন্য বিজেপির সমালোচনা করে রাহুল দাবি করেন, এর ফলে অমেঠির স্বার্থক্ষুণ্ণ হয়েছে।