চিন, পাকিস্তান সীমান্ত বরাবর কৌশলগত উদ্দেশ্যে রেললাইন গড়বে ভারত
নয়াদিল্লি: সরকার চিন, পাকিস্তান সহ পড়শী দেশগুলির সীমান্ত বরাবর রেললাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে বলে লোকসভায় বুধবার জানালেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজীব গোঁহাই। এক লিখিত জবাবে তিনি জানান, কৌশলগত কারণে চিন, নেপাল ও পাকিস্তান সীমান্তে রেললাইন তৈরির প্রস্তাবটি তুলেছে প্রতিরক্ষামন্ত্রক।
মোট ১৪টি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাইন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রথম দফায় চারটির কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এগুলি হল, ৩৭৮ কিমি দীর্ঘ মিসামারি-তেঙ্গা-তাওয়াং লাইন, ৪৯৮ কিমি বিলাসপুর-মানালি-লেহ লাইন, ২২৭ কিমি পাসিঘাট-তেজু-রুপাই লাইন ও ২৪৯ কিমি নর্থ লখিমপুর-বামে-শিলাপাথার লাইন। যদিও এগুলির একটিও চূড়ান্ত অনুমোদন পায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সব কটি প্রকল্পই যাবে দুর্গম হিমালয়ের মধ্য দিয়ে, তাই ওখানকার ভূতাত্ত্বিক চেহারা, স্থিতিশীলতা, নিরাপত্তা সংক্রান্ত সব দিকই আগে ভাল করে পরীক্ষা করে দেখা হবে। সেইমতো ফাইনাল লোকেশন সার্ভের (এফএলএস) কাজ হাতে নেওয়া হয়েছে। এজন্য খরচ হবে ৩৪৫ কোটি টাকা। ২০১৬-২০১৭ বছরের জন্য প্রতিরক্ষামন্ত্রক এ জন্য ৮৭.১৮ কোটি টাকা দিয়েছে বলে জানা গিয়েছে।