এক্সপ্লোর
Advertisement
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমল ৫.৯১ টাকা, ভর্তুকিহীন দাম কমল ১২০.৫০ টাকা
নয়াদিল্লি: ইংরেজি বর্ষশেষের দিন দাম কমল রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ৫.৯১ টাকা।ভর্তুকিহীন গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ১২০.৫০ টাকা। এই জ্বালানির বাজার মূল্য কমার সঙ্গে সঙ্গে কর পরিমাণ হ্রাসের কারণে দাম কমল।
আজ মধ্যরাত থেকেই দাম কমছে। রাজধানী দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ৫০০.৯০ টাকা থেকে কমে হল ৪৯৪.৯৯ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম কমল। এর আগে ১ ডিসেম্বর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬.৫২ টাকা কমেছিল।
গত জুন থেকে প্রতি মাসে দাম বাড়ার পর ১ ডিসেম্বর ডিসেম্বর দাম কমেছিল। জুন থেকে নভেম্বর পর্যন্ত ১৪.১৩ টাকা দাম বেড়েছিল। ডিসেম্বরে দু দফার দাম হ্রাসে ওই বৃদ্ধি অনেকটাই কমে দাঁড়াল।
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও অনেকটাই কমেছে। সিলিন্ডার প্রতি ১২০.৫০ টাকা কমল। দিল্লিতে এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমে হল ৬৮৯ টাকা। গত ১ ডিসেম্বর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১৩৩ টাকা কমেছিল।
এলপিজি গ্রাহকদের বাজারমূল্যেই কিনতে হয়। পরে প্রতিটি পরিবারকে বছরে ১২ টি সিলিন্ডারের জন্য ভর্তুকি দেয়।ভর্তুকির টাকা সরাসরি জমা পড়ে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement