এক্সপ্লোর
Advertisement
দীপাবলীতে কর্মীদের ফ্ল্যাট, গাড়ি উপহার গুজরাতের সেই হীরে ব্যবসায়ীর
সুরাত:শ্রমের মূল্য কী, তা ভালোই বোঝেন এই ব্যবসায়ীষ শ্রমের মর্যাদা দিতেও কসুর করেন না তিনি। ছেলেকে পরিশ্রম করে অর্থের মর্ম বোঝাতে কেরলে পাঠিয়েছিলেন। সঙ্গে দিয়েছিলেন মাত্র তিন সেট জামাকাপড় আর সাত হাজার নগদ টাকা। কাজ যোগাড় করে পরিশ্রমের মূল্য বোঝার পরামর্শ ছেলেকে দিয়েছিলেন গুজরাতের কোটিপতি হীরে ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া। এবার তিনিই দীপাবলীতে কর্মীদের যে উপহার দিলেন তা জানলে আশ্চর্য হয়ে যেতে হয়।
এ বছর তাঁর মালাকানাধীন হরে কৃষ্ণ এক্সপোর্টের কর্মীদের বোনাসের জন্য ব্যয় হয়েছে ৫১ কোটি টাকা। কোম্পানির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ বছর কর্মীদের ৪০০ ফ্ল্যাট ও ১,২৬০ টি গাড়ি দিয়েছেন ঢোলাকিয়া।
এ বছর কোম্পানির ১,৭১৬ জন কর্মীকে বেস্ট পারফর্মার হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার কর্মীদের নিয়ে একটি ঘরোয়া সভায় এই বোনাসের ঘোষণা করা হয়েছে। এই সভা হরে কৃষ্ণ এক্সপোর্টে ২০১১-থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে।
কর্মীদের গতবছর ৪৯১ টি গাড়ি ও ২০০ ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল।
এর আগের বছর কর্মীদের দক্ষতার উত্সাহ ভাতা দিতে কোম্পানির ব্যয় হয়েছিল ৫০ কোটি টাকা।
আমরেলি জেলার দুধালা গ্রামের ঢোলাকিয়া কাকার কাছ থেকে ধার করা টাকায় হীরের ব্যবসা শুরু করেছিলেন। তারপর নিজের চেষ্টায় সেই ব্যবসার উন্নতি সাধন করেন। আর এই সাফল্য মোটেই রাতারাতি পাওয়া সম্ভব হয়নি। তাঁকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমের মর্ম যাতে ছেলেও বুঝতে পারে সেজন্যই তাকে কেরলের কোচিতে পাঠিয়েছিলেন ঢোলাকিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement