এক্সপ্লোর
Advertisement
৬ হাজার ৬৯০টি হীরে দিয়ে পদ্মের আকারে আংটি তৈরি করে নয়া রেকর্ড সুরাতের দুই ব্যবসায়ীর
সুরাত: গুজরাতের সুরাতের দুই হীরে ব্যবসায়ী ৬ হাজার ৬৯০টি হীরে দিয়ে পদ্মের আকারে একটি আংটি বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেললেন। সেই দুই ব্যবসায়ী হলেন বিশাল অগ্রবাল এবং খুশবু অগ্রবাল। দুজনেই সুরাতের বাসিন্দা।
১৮ ক্যারাটের রোজ-গোল্ডের আংটিটা দেখতে পদ্মের মতো। সেই পদ্মের প্রতিটি পাপড়িতে ৪৮টি করে হীরে খচিত রয়েছে। এবার নিশ্চয়ই আপানারা আংটির দাম নিয়ে ভাবছেন। আংটির দাম, মার্কিন ডলারে ৪, ১১৬, ৭৮৭, যা ভারতীয় মুদ্রায় ২৮ কোটি টাকা।
এই আংটির ওজন মাত্র ৫৮ গ্রাম, এবং ছ মাস লেগেছে এটা তৈরি করতে। গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে দাবি করা হয়েছে, ওই আংটিতে ব্যবহৃত সবকটি হীরেই শুদ্ধ।
তবে পদ্মের আকারে এই হীরের আংটি বানানোর পিছনে প্রস্তুতকারী ব্যবসায়ীদের একটি ভাবনা মাথায় ছিল। তাঁরা জল সংরক্ষণের জন্যে, এবং প্রত্যেক মানুষকে এবিষয়ে সচেতন করতেই পদ্মের আদলে হীরের আংটি বানিয়েছেন। এর মাধ্যমে তাঁরা মানুষকে এটাই মনে করাতে চেয়েছেন, জলে কত সুন্দর সুন্দর সম্পদ রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement