ক্রমাগত সীমান্তপার হামলার সমুচিত জবাব সার্জিক্যাল স্ট্রাইক: প্রণব
নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখার ওপারে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের হয়ে জোরাল সওয়াল করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রণব বলেন, পাকিস্তান থেকে অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণরেখার ওপারে গিয়ে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তা সার্বভৌমত্বের ওপর ক্রমাগত হামলার সমুচিত জবাব।
রাষ্ট্রপতি জানান, জম্মু ও কাশ্মীরে সীমান্তের ওপার থেকে হামলা হচ্ছে। গত চার দশক ধরে দেশের ওপর একের পর এক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। নাশকতা ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। তাঁর আশ্বাস, নাশকতার মোকাবিলায় ভারত অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করবে।
রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনের পথে প্রণব মুখোপাধ্যায়এদিন রাষ্ট্রপতি মনে করিয়ে দেন, নাশকতার মোকাবিলায় এবং হামলাকারীদের শাস্তি দিতে বদ্ধপরিকর সরকার। এই প্রসঙ্গেই, সার্জিক্যাল স্ট্রাইকের কার্যকারিতা তুলে ধরেন প্রণব। তিনি বলেন, সেনা জওয়ানদের অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
জঙ্গি-নাশকতার পাশাপাশি এদিন মাওবাদী প্রসঙ্গও উত্থাপন করেন প্রণব। বলেন, গত তিন বছরে এই সমস্যার প্রভূত উন্নতি হয়েছে। প্রায় ২,৬০০ মাওবাদী আত্মসমর্পণ করেছে। আগের তুলনায় দেশের উত্তর-পূর্বেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।