টুইট করে নৌসেনা নামিয়ে ভারতীয় দম্পতিকে ইয়েমেন থেকে উদ্ধার সুষমার
নয়াদিল্লি: হাতিয়ার বলতে কয়েকটা টুইট। তাই দিয়েই ভারতীয় নৌসেনার সাহায্যে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া ভারতীয় দম্পতির ত্রাতা হয়ে উঠলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
খবরে প্রকাশ, এডেনে আটকে পড়া ভারতীয় বাণিজ্যিক জাহাজ ‘জগপ্রভা’-র প্রধান অফিসার সুব্রত শুক্ল বিদেশমন্ত্রীকে টুইট করেন। তিনি লেখেন, স্ত্রী-র সঙ্গে তিনি জাহাজে আটকে পড়েছেন। উদ্ধারের জন্য কেন্দ্রের সাহায্য চান।
https://twitter.com/SushmaSwaraj/status/834425878272671746খবর মিলতেই সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন সুষমা। সঙ্গে সঙ্গে টুইটারের মাধ্যমেই তিনি ভারতীয় নৌসেনার সঙ্গে যোগাযোগ করেন। জানতে চান, ওই এলাকায় কোনও রণতরী রয়েছে কি না।
সুষমার টুইটে জবাবও পেয়ে যান। নৌসেনার মুখপাত্র জানান, ভারতীয় নৌসেনার একটি জাহাজ এডেনের থেকে ৩৫০ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছে।
https://twitter.com/SushmaSwaraj/status/834436469494124544সুষমা জানতে চান, আটকদের কী জিবোতিতে আনা সম্ভব? জবাবে, নৌসেনা জানায়, ন্যূনতম ২৪ ঘণ্টা লাগবে এডেন পৌঁছতে।
এর মধ্যেই ফের আটক ভারতীয় নাবিকের সঙ্গে যোগাযোগ করেন সুষমা। তাঁর স্টেটাস জানতে চান। জবাবে, ওই সুব্রত বলেন, তাঁর জাহাজে মোট ২৩ জন রয়েছেন, যার মধ্যে ৯ জন ক্রু-সদস্য।
https://twitter.com/SushmaSwaraj/status/834437971428274176এই উত্তর শুনে কপট ‘ক্ষিপ্ত’ হন সুষমা। টুইটারে লেখেন, আপনি বলতে চাইছেন এখন ২৩ জন ছাড়াও ওই জাহাজ উদ্ধার করতে!
মন্ত্রী আরও লেখেন, আপনি ইয়েমেনের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। তা সত্ত্বেও আমাদের পরামর্শ অগ্রাহ্য করেছেন (সেখানে গিয়ে)। আপনি কি চাইছেন আরও বেশি লোকের আপনার মত পরিস্থিতির হোক!
https://twitter.com/SushmaSwaraj/status/834435191942832128যদিও, সুষমা নৌসেনাকে অনুরোধ করেন ওই ভারতীয় দম্পতি সহ বাকিদের উদ্ধার করতে। এই প্রসঙ্গে সুব্রতদের উদ্দেশে তিনি টুইটারে লেখেন, তাঁর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের কথা হয়েছে।
https://twitter.com/SushmaSwaraj/status/834442843980759041 সুব্রতদের তিনি আশ্বাস দেন, ভারতীয় নৌসেনা তাঁদের উদ্ধার করবে। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে কোনও ভারতীয়কেই ইয়েমেনে যাওয়ার অনুমতি দেবে না সরকার।কেন্দ্রের নির্দেশ পেয়ে ওই ভারতীয় দম্পতিকে উদ্ধার করে নিয়ে আসে নৌসেনার জাহাজ। টুইটারে সুষমাকে ধন্যবাদ জানান ওই নাবিক-দম্পতি। জবাবে বিদেশমন্ত্রী লেখেন, সকলের উচিত নৌসেনার ধন্যবাদজ্ঞাপন করা।
https://twitter.com/SushmaSwaraj/status/834444270023081984