এক্সপ্লোর
সৌদি আরব থেকে মু্ম্বই ফিরে উত্তরপ্রদেশ এটিএসের হাতে গ্রেফতার সন্দেহভাজন আইসিস জঙ্গি
![সৌদি আরব থেকে মু্ম্বই ফিরে উত্তরপ্রদেশ এটিএসের হাতে গ্রেফতার সন্দেহভাজন আইসিস জঙ্গি Suspected ISIS terrorist arrested by UP ATS সৌদি আরব থেকে মু্ম্বই ফিরে উত্তরপ্রদেশ এটিএসের হাতে গ্রেফতার সন্দেহভাজন আইসিস জঙ্গি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/03234520/ISIS-AP.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: মু্ম্বই বিমানবন্দরে গ্রেফতার সন্দেহভাজন আইসিস সন্ত্রাসবাদী আবু জাইদ। সৌদি আরব থেকে গতকাল দেশে ফিরেই সে ধরা পড়ে উত্তরপ্রদেশ সন্ত্রাসদমন স্কোয়াডের (এটিএস) হাতে।
এডিজি (আইনশৃঙ্খলা) আনন্দ কুমার জানিয়েছেন, রিয়াধে থাকত জাইদ। যুবকদের মগজধোলাই করে চরম মৌলবাদী আদর্শে আকৃষ্ট করে আইসিসে ঢোকানো উদ্দেশ্য ছিল তার, এজন্য একটি সোস্যাল মিডিয়া গ্রুপও চালাত সে। তাকে ট্রানজিট রিম্যান্ডে লখনউ নিয়ে যাওয়া হবে। আদালতে পেশ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ।
জানা গিয়েছে, গত এপ্রিলে এটিএসের হাতে গ্রেফতার চার সন্দেহভাজন আইসিস সন্ত্রাসবাদী উমর ওরফে নাজিম, গাজি বাবা ওরফে মুজাম্মিল, মুফতি ওরফে ফৈজান ও জাখাওয়ান ওরফে এইতসামকে জিজ্ঞাসাবাদে উঠে আসে জাইদের নাম। ইন্টারনেটে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, জাইদ ওদের তাত্ত্বিক নেতা ছিল বলে জানান এডিজি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)