প্রায় ৯ হাজার কর্মীকে ‘রিলিজ’, নিয়োগেও সংকোচন ইনফোসিসে
বেঙ্গালুরু: অটোমেশনের ফলে গত এক বছরে ইনফোসিসের প্রায় ৮০০০-৯০০০ নিচুতলার শ্রেণির কর্মীকে ‘রিলিজ’ করা হয়েছে।
এদিন সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান কৃষ্ণমূর্তি শঙ্কর জানান, গত অর্থবর্ষের প্রতি ত্রৈমাসিকে প্রায় ২ হাজার করে নিচুতলার কর্মী সংকোচন করা হচ্ছে।
যদিও, তাঁদের ছাঁটাই করা হচ্ছে না। কৃষ্ণমূর্তির দাবি, তাঁদের বিশেষ কোর্স করিয়ে নতুন দায়িত্ব প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
তবে, একইসঙ্গে অন্য এক আশঙ্কার কথাও শুনিয়েছেন কৃষ্ণমূর্তি। তিনি জানান, সংস্থায় বিভিন্ন ক্ষেত্রে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া যেমন যেমন বৃদ্ধি পাবে, তেমন করে কর্মসংস্থান কমতে থাকবে।
তিনি জানান, গত এক বছরে ইনফোসিসে কর্মীনিয়োগের হার অনেকটাই কমেছে। যদিও, তাঁর দাবি, এর জন্য সম্পূর্ণভাবে অটোমেশন দায়ী নয়। তিনি জানান, গত আর্থিক বছরে সংস্থার মুনাফার পরিমাণ আশানুরুপ না হওয়াও এর অন্যতম কারণ।
পরিসংখ্যান পেশ করে কৃষ্ণমূর্তির দাবি, ২০১৫-১৬ অর্থবর্ষের প্রথম ন’মাসে ১৭ হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল। সেখানে ২০১৬-১৭ অর্থবর্ষের প্রথম ন’মাসে মাত্র ৫,৭০০ কর্মীকে নিয়োগ করা হয়।