এক্সপ্লোর
Advertisement
১৭ মিনিট দেরিতে মুম্বই পৌঁছল ট্যালগো
মুম্বই: টেকনিক্যাল গলদে নির্ধারিত সময়ের ১৭ মিনিট দেরিতে দিল্লি থেকে মুম্বই পৌঁছল ট্যালগো ট্রেন। ৯টি কামরাবিশিষ্ট অতি দ্রুত ছুটতে পারা স্পেনের তৈরি ট্রেনটি শুক্রবার রাত ২টো ৪৭-এ নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দিয়ে শনিবার বেলা ৩টে ৪০ মিনিটে মুম্বই ঢোকে। রেল মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, ঘণ্টায় ১৩০ কিমি গতি তুলে ট্যালগো সময় নেয় ১২ ঘণ্টা ৫৩ মিনিট। টার্গেট ছিল ১২ ঘণ্টা ৩৬ মিনিট। একে মুম্বইয়ের প্রবল বর্ষণ, তার ওপর কিছু জায়গায় সিগন্যালের সমস্যা-এসব কারণেই বিলম্ব হয়েছে বলে জানান তিনি। দিল্লি-মুম্বই রুটে আরও দুটি ট্রায়াল দেবে ট্যালগো।
দুটি এক্সিকিউটিভ ক্লাস কামরা, চারটি চেয়ার কার, একটি কাফেটেরিয়া, একটি পাওয়ার কার ও স্টাফ-মালপত্র সরঞ্জামের জন্য একটি কামরা---এত কিছু আছে এই অত্যাধুনিক ট্রেনে।
বর্তমানে সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস নয়াদিল্লি ও মুম্বইয়ের মধ্যে ১৩৮৪ কিমি পথ পেরতে সময় নেয় প্রায় ১৬ ঘণ্টা। নয়াদিল্লি-মুম্বই রুটে যাত্রার সময়সীম চার ঘণ্টা কমানোর উদ্দেশ্যেই ট্যালগো চালানোর ভাবনা। ৯ ও ১৪ আগস্ট ১৪০ কিমি গতি তুলে ছোটার চেষ্টা করবে ট্যালগো।
ট্যালগোর প্রথম ট্রায়াল রান হয় মে মাসে বেরিলি-মোরাদাবাদ রুটে। দ্বিতীয় ট্রায়াল রান হয় পাওয়াল-মথুরা রুটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement